নিউইয়র্ক     রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় কোম্পানির ২ কাশির সিরাপ নিয়ে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩ | ০৫:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ | ০৫:৪৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভারতীয় কোম্পানির ২ কাশির সিরাপ নিয়ে সতর্কতা

ভারতীয় একটি কোম্পানির উৎপাদিত দুটি কাশির সিরাপ সেবনের বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভারতীয় এ সিরাপ খেয়ে উজবেকিস্তানের ১৯ শিশুর মৃত্যুর পর বুধবার চিকিৎসাপণ্যবিষয়ক এ সতর্কতার কথা জানিয়েছে বৈশ্বিক সংস্থাটি। খবর এনডিটিভির।

ডব্লিউএইচও সুপারিশ করেছে, ভারতের নয়দাভিত্তিক কোম্পানি ম্যারিয়ন বায়োটেকের উৎপাদিত দুটি কাশির সিরাপ উজবেকিস্তানের শিশুদের জন্য যাতে ব্যবহার করা না হয়।

ডব্লিউএইচওর ওয়েবসাইটে বলা হয়েছে, ম্যারিয়ন বায়োটেকের উৎপাদিত নিম্নমানে চিকিৎসাপণ্যগুলো পণ্যের গুণগত মান এবং নমুনা পরীক্ষায় প্রতিষ্ঠিত মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। তাই এসব পণ্য মানহীন।

সতর্কতায় আরও বলা হয়, পণ্য দুটি হলো- অ্যাম্ব্রোনল সিরাপ ও ডিওকে-১ ম্যাক্স সিরাপ। দুটি সিরাপেরই উৎপাদনকারী প্রতিষ্ঠান ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেড (উত্তর প্রদেশ, ভারত)। এই ওষুধ গুণগতমান পূরণে ব্যর্থ হয়েছে। এগুলো নিরাপদ নয়। এ দুই ওষুধের ব্যবহারে শিশুরা গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে কিংবা মৃত্যুও হতে পারে। উজবেকিস্তানে ১৯ শিশুর মৃত্যুর সঙ্গে এই কাশির সিরাপের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।

শেয়ার করুন