নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সম্মিলিত আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে

যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী উৎসব

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪ | ০৫:৪৯ অপরাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৪ | ০৫:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী উৎসব

গত ২৮ এপ্রিল রোববার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটস এর শেফ মহল রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী উৎসবে বক্তারা বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলনে আন্তর্জাতিক জনমত আরও জোরদার করার স্বার্থেই যুক্তরাষ্ট্র বিএনপির নতুন কমিটি প্রয়োজন। অনুষ্ঠানে যুবদল, মুক্তিযোদ্ধা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান ভ‚ঁইয়ার সভাপতিত্বে এবং বিএনপি নেতা গিয়াস উদ্দিন ও মোশারফ হোসেন সবুজের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শিল্পী বেবী নাজনীন। অনুষ্ঠানের শুরুতে বেবী নাজনীনের সদ্য প্রযাত মাতা আবিদা মনসুরের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের সহকারী ইমাম মাওলানা মোজাম্মেল হক।

অনুষ্ঠানে গেস্ট অর্নার ছিলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল হাশেম বুলবুল, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভুইয়া, বিএনপি নেতা কাজী আজহারুল হক মিলন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, বিএনপি নেতা কাজী শাখাওয়াত হোসেন আজম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, বিএনপি নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, খন্দকার ফরহাদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহজাহান শেখ, ইমরান শাহ রন, সৈয়দ আকিকুর রহমান ফারুক, এবাদ চৌধুরী, আজিজুল বারী তিতাস, রিয়াজ মাহমুদ প্রমুখ।

প্রধান অতিথি বেবী নাজনীন বলেন, এই স্বৈরাচারী সরকারের পতনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই। বিএনপি ঐক্যবদ্ধ থাকলে হতাশার কিছু নেই।

গেস্ট অব অনার গিয়াস আহমেদ বলেন, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এখন গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কাংলাদেশে এবং বহিবিশ্বেআন্দোলন চলছে। দেশ ও প্রবাস থেকে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে আমাদের সক্রিয় থাকতে হবে। সেই সাথে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে।

আলহাজ সোলায়মান ভুইয়া অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা

শেয়ার করুন