নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে বিএনপি’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটির দাবীতে সোচ্চার

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪ | ০৫:১৯ অপরাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৪ | ০৫:২০ অপরাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কে বিএনপি’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটির দাবীতে সোচ্চার

গত ২৯ এপ্রিল সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুক্তরাষ্ট্র’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রায় সকল বক্তাই যুক্তরাষ্ট্র বিএনপি’র নতুন কমিটির দাবীতে সোচ্চার বক্তব্য রেখেছেন।

যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও মাকসুদুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিলটন। অনুষ্ঠানে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গেস্ট অব অর্নার হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি। প্রধান বক্তা হিসাবে আলোচনায় অংশ নিয়েছেন সাবেক ছাত্র নেতা এম বাসেত রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আব্দুস সবুর, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, বিএনপি নেতা ফারুক চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক সফিক রহমান দুলাল, রকিবউদ্দিন দুলাল প্রমুখ।

আরো বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিষ্ট সাঈদ তারেক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ, যুবদল নেতা আল মামুন সবুজ, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ রহমান, সাবেক ছাত্র দল নেতা আহমেদ সোহেল, জাফর তালুকদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমানভুইয়া মিল্টন এই ধরনের সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ বর্তমানে ক্লান্তিকাল অতিক্রম করছে। বার বার আমরা স্বৈরাচারের কবলে পড়েছি। আমাদের সকল বিভাজন ভুলে গিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে বিএনপির কেন্দ্রীয় কমিটির যেসকল সদস্য রয়েছেন তাঁদের মধ্যে কোন বিরোধ আছে বলে তিনি মনে করেন না এবং যদি বিভিন্ন সমাবেশ আয়োজনকেক কেন্দ্র করে কোন ভুল বুঝাবিুঝি হয়েও থাকে তা খুবই সাময়িক এবং তিনি তাঁদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে দুরুত্ব ঘুচানোর পদক্ষেপ গ্রহণ করবেন।

তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত না যুক্তরাষ্ট্রে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ না হবেন ততদিন কোন কমিটি গঠিত হবেনা বলে তিনি মেন করেন ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন।

শেয়ার করুন