নিউইয়র্ক     শুক্রবার, ২৪শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’ বর্ণাঢ্য অভিষেক ও বর্ষবরণ সম্পন্ন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪ | ০২:৪০ অপরাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৪ | ০২:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’ বর্ণাঢ্য অভিষেক ও বর্ষবরণ সম্পন্ন

২৮ এপ্রিল রোববার উডসাইডের গুলশান টেরেস মিলনায়তনে বর্ণাঢ্য নানা আয়োজনে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’র ২০২৪ এবং ২৫ এর কর্মকর্তাদেও অভিষেক ও বাংলা নববর্ষ উদযাপন সম্পন্ন হয়েছে। কিশোরগঞ্জবাসির এক মিলন মেলায় পরিণত অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে বিদায়ী সভাপতি মোঃ হোসেন আনোয়ার আঙ্গুরের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক শফিক খানের পরিচালনায় মঞ্চে আসীন ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সিদ্দিকী। তাঁদের সাথে মঞ্চে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের বোর্ড অফ ট্রাস্টি ও উপদেষ্টা মন্ডলীর সদস্যগণের মধ্যে যারা উপবিষ্ট ছিলেন তাঁরা হলেন উপদেষ্টা ভজন সরকার, মাহফুজুর রহমান টুপন, সুজন রায় প্রমুখ।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মমিন ভুইয়া এবং গীতা থেকে পাঠ করেন চুমকি সরকার। বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনার পর বাংলাদেশের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিদায়ী সাধারণ সম্পাদক শফিক খান এ সময় তার সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন।

২০২৪- ২০২৫ এর কার্যকরী কমিটির নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করিয়ে অভিষিক্ত করেছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া।

এরপরই অভিষিক্ত নতুন কমিটির সভাপতি সেলিম চৌধুরী এ সময় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সভাপতির আসন গ্রহণ করেন।অভিষিক্ত সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস এ সময় অনুষ্ঠান পরিচালনা করে। তাকে সহযোগীতা করেছেন আলমগীর হোসেন।

ম্যাগাজিন সম্পাদক পলাশ রায়, হোসেন আনোয়ার আঙ্গুর, শফিক খান, মাহফুজুর রহমানসহ প্রধান অতিথিসহ মঞ্চে উপবিস্ট নেতৃবৃন্দগণ আকর্ষণীয় ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন করেন।

মঞ্চে উপবিষ্ট উপদেষ্টা এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন কয়েকজন কিশোরগঞ্জবাসি।

নতুন সভাপতি সেলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস তাদের আগামী দিনের কার্যক্রমের পরিকল্পনা সংক্ষিপ্তভাবে তুলে ধরেন।

নব নির্বাচিত (২০২৪-২০২৫) কার্যকরী কমিটির সদস্যরা হলেন: সভাপতি- সেলিম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি- মো: আইনুল ইসলাম, সহ-সভাপতি : বাবু পলাশ রায়, সৈয়দ গোলাম কিবরিয়া,মো: আলমগীর হোসেন, মো: শফিক খান, মো শহিদুল ইসলাম (হিরন), সাধারণ সম্পাদক- স্বপন বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক নূরুল হুদা (জুয়েল), মো: মামুন ভূইয়া ও বাবু সমীর রঞ্জন ঘোষ। সাংগঠনিক সম্পাদক-মো: শফিউদ্দিন আহম্মদ,প্রচার সম্পাদক-মো: মাহফুজুর রহমান,কোষাধ্যক্ষ-মো: ফাইজুল ইসলাম,দপ্তর বিষয়ক সম্পাদক-মো: ফজলুর করিম (তোপা), সমাজ কল্যাণ সম্পাদক-মো: আবদুল্লা আল খায়ের (তুহিন), সাংস্কৃতিক সম্পাদিকা- অপরাজিতা কর (মনি)। আইন সম্পাদক- বাবু কাজল সরকার,ধর্ম বিষয়ক সম্পাদক- মো: আরমান হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক- সাইদুর রহমান (পিন্টু), যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক-মো: এমদাদুল্লা ভূইয়া, মহিলা বিষয় সম্পাদিকা-জাকির সুলতানা (তামান্না)। ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী সদস্যের মধ্যে আছেন- আবদুল্লাহ আল মামুন (স্বপন), মুহিত কুমার মিত্র, বাবু পল্লব সরকার (মিল্টন),মো: আলী রেজা গুড্ডু,কাজী হাসিব হাসান (এডওয়ার্ড), মো: বাদশা খান,শেখ রহমান টিপু, বাবু বলরাম সাহা, মো: আবদুল হামিদ, মো: মিজবাহ উদ্দিন (স¤্রাট), মো: মিজানুর রহমান, ইন্দ্রজিত সরকার ও শেখ শামীম।

ট্রাস্টি বোর্ডের সম্মানীত সদস্যভজন সরকার, মো: হোসেন আনোয়ার (আঙ্গুর), প্রফেসর আক্তার হোসেন, মাহফুজুল হাসান (টুপন) ও মোহাম্মদ জাহেদুল।

উপদেষ্টা মন্ডলীর সম্মানীত সদস্য: বজলুর রহমান, এম রহমান জহির, নুরুল ইসলাম খান ও সুজন কুমার রায়।

সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বে কবিতা আবৃত্তি করেন চুমকি সরকার, সংগীত পরিবেশন করেনস্থানীয় শিল্পী স্বত্যরাজ আদর, কৃষ্ণা তিথি। অভিষেক ও বাংলা নববর্ষ উদযাপনে এ সময় দেশীয় সংগীত পরিবেশনায় দর্শক মুগ্ধ হয়েছেন।

অভিষেক অনুষ্ঠানের আহবায়ক আলমগীর হোসেন,সদস্য সচিব মামুন ভ’ইয়া,সদস্য সমীর ঘোষ,শফি আহম্মদ,মাহফুজুর রহমানসহ এসোসিয়েশনের কর্মকর্তারা সক্রিয়ভাবে কাজ করেছেন। নৈশভোজে উপস্থিত অতিথিবৃন্দকে আপ্যায়িত করা হয়।

শেয়ার করুন