নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সন্দ্বীপ সোসাইটির শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪ | ০৬:০৬ অপরাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৪ | ০৬:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
সন্দ্বীপ সোসাইটির শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রবাসের অন্যতম বৃহত্তম সংগঠন সন্দ্বীপ সোসাইটি ইউএসএ এর উদ্যোগে গত ২৮ এপ্রিল রবিবার বিপুল সংখ্যক সন্দ্বীপবাসীর উপস্থিতিতে ২৯শে এপ্রিল ১৯৯১, ২৫ শে মে ১৯৮৫, ১২ নভেম্বর ১৯৭০ এবং করোনাকালীনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিহত সন্দ্বীপবাসীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় সন্দ্বীপ সোসাইটির নিজস্ব ভবনে।

সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলমগীর। দোয়া পরিচালনা করেন বায়তুল জান্নাহ মসজিদ এর ইমাম হাফেজ মওলানা আশরাফ উল্লাহ। সভায় বক্তাগণ প্রলয়ংকারী ঘূর্ণিঝড় এর বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন ও ভবিষৎ করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বর্তমান ভঙ্গুর যাতায়াত ব্যাবস্থা নিয়ে সকলেই তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন এবং সাংসদের দৃষ্টি আকর্ষণ করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন এস এম ফেরদৌস, সভায় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সর্বজনাব মাহফুজুল মাওলা নানু, মোদাস্সের মিয়া, আজহার হোসাইন, শহীদ উল্লাহ, মোস্তফা কামাল পাশা বাবুল, লুৎফুল করিম, ওমর ফারুক মাসুক, রফিকুল মাওলা, প্রফেসর ইসমাইল, শাহাদাত হোসাইন, মেহেদী হাসান শিমুল, মাওলানা দিদার, ওয়ালিদুল ইসলাম, মনিরুল ইসলাম, জামাল উদ্দিন রিপন, মোঃ সাহাবুদ্দিন (বাফালো) সহ আরো অনেকে।

সিনিয়র সহ- সভাপতি মঞ্জুর কাদের সোহাগ আগামী ১৩ জুলাই সন্দ্বীপ সোসাইটির বনভোজন এ সকলের সহযোগীতা কামনা করেন, সাধারণ সম্পাদক সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থা নিরাপদ করার জন্য স্থানীয় এম.পিসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন। সভাপতি ফিরোজ আহমেদ সকলকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান, নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিগত চার মাসের এই কমিটির সকল কর্মকান্ড তুলে ধরেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন। অত্যন্ত সুশৃঙ্খল ও গোছানো এই অনুষ্ঠানটি নৈশভোজের মাধ্যমে সমাপ্তি হয়।-প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন