নিউইয়র্ক     সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনা পরীক্ষায় সীমান্ত অতিক্রম করা আশ্রয়প্রার্থীরা নিউ ইয়র্কে যক্ষ্মা, পোলিও রোগ নিয়ে আসছেন

পরিচয় রিপোর্ট

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ | ১২:৩২ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩ | ১২:৩২ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিনা পরীক্ষায় সীমান্ত অতিক্রম করা আশ্রয়প্রার্থীরা নিউ ইয়র্কে যক্ষ্মা, পোলিও রোগ নিয়ে আসছেন

বিনা পরীক্ষায় সীমান্ত অতিক্রম করা আশ্রয়প্রার্থীরা যুক্তরাষ্ট্রে যক্ষ্মা, পোলিও রোগ নিয়ে আসছেন বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির স্বাস্থ্য কমিশনার ডঃ অশ্বিন ভাসিন। গত সপ্তাহে স্বাস্থ্য কমিশনার ডঃ অশ্বিন ভাসিন ব্যাখ্যা করে বলেছেন, এসব অভিবাসীরা যারা কোনো ধরনের মেডিকেল পরীক্ষা ছাড়াই সীমান্ত অতিক্রম করে যক্ষ্মা, পোলিওর রোগ বহন করে নিয়ে আসে, যা নিউইয়র্ক পোস্ট প্রথম রিপোর্ট করে।

সম্প্রিত আশ্রয়প্রার্থী অভিবাসীদের দ্বারা নিউ ইয়র্ক সিটিতে বহন করা এসব রোগের বিস্তৃতির আশঙ্কা দেখা দিয়েছে অথচ এই রোগগুলির বেশিরভাগই নিউইয়র্ক সিটিতে নির্মূল করা হয়েছিল।
কিন্তু অনেক আশ্রয়প্রার্থী অভিবাসী যারা সম্প্রতি নিউ ইয়র্ক সিটিতে এসেছেন তারা এমন দেশে বাস করেছেন বা ভ্রমণ করেছেন যেখানে উচ্চহারের যক্ষা ও পোলিও রোগ রয়েছে বলে জানিয়েছেন ডাঃ ভাসিন। তিনি নিউ ইয়র্ক সিটি প্রশাসনকে এব্যাপারে সতর্ক করেছেন ।

এদিকে নিউ ইয়র্ক ষ্টেটের এরি কাউন্টিতে (গ্রেটার বাফেলো এলাকা) আশ্রয়পাওয়া অভিবাসীদের মধ্যে যক্ষা ও পোলিও রোগ ধরা পড়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক ষ্টেটের স্বাস্থ্য দফতর।

শেয়ার করুন