নিউইয়র্ক     রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এলাচের এত গুণ!

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
এলাচের এত গুণ!

এলাচ সুগন্ধিযুক্ত একটি মসলা। এ জন্য এলাচকে মসলার রানি বলা হয়। খাবারে অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এই এলাচ। ভারতীয় বা এশিয়ার রান্নায় যে গরম মসলা ব্যবহার করা হয় তার একটা প্রধান ও অত্যাবশ্যকীয় উপাদান হলো এলাচ।

যেকোনো রান্না, এমনকি পায়েস বা মিষ্টিতেও এলাচ দিলে তার স্বাদই বদলে যায়। কিন্তু আপনি কি জানেন এলাচ কেবল রান্নায় স্বাদ ও গন্ধই যোগ করে না এলাচের আরও অনেক আশ্চর্য গুণই আছে যা আমাদের অজানা। আসুন জেনে নেই এলাচের গুণাবলী সম্পর্কে-

১. হজমে সাহায্য করে।

২. এলাচে রয়েছে মেন্থন। যা গ্যাস্ট্রোইনটেস্টিনালের বিভিন্ন সমস্যার উপশমে সাহায্য করে।

৩. নিকোটিনে আসক্তি কাটাতে সাহায্য করে।

৪. শ্বাস-প্রশ্বাসের সমস্যা মোকাবিলায় সাহায্য করে। এছাড়া মুখের স্বাস্থ্য ভাল রাখে।

৫. বিভিন্ন রোগের মোকাবিলায় সাহায্য করে।

৬. এলাচে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান।

৭. ক্যান্সার সেল মোকাবিলায় সাহায্য করে।

৮. হাই ব্লাড সুগারের মাত্রা কমাতে সাহায্য করে এলাচ।

৯. ফ্যাটি লিভারের সমস্যা মোকাবিলায় সাহায্য করে। সূত্র: সংবাদ প্রতিদিন

শেয়ার করুন