নিউইয়র্ক     বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলায় বোমা হামলার হুমকি

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:৩৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
বইমেলায় বোমা হামলার হুমকি

সোহরাওয়ার্দী উদ্যানের এই অংশে বইমেলা বসেছে। ছবি : সংগৃহীত

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি পাঠিয়ে অজ্ঞাতনামার বোমা হামলার হুমকি দিয়েছে। এই হুমকির পর বইমেলা প্রাঙ্গণে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে ডগ স্কোয়াড নিয়ে বিশেষ এ অভিযান শুরু করে ডিএমপির একটি দল। ডিএমপি সূত্রে জানা যায়, বোমা হামলার হুমকির বিষয়টি তারা বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এক্ষেত্রে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি কোণায় কোণায় ডগ স্কোয়াড দিয়ে চিরুনি অভিযান চালানো হচ্ছে।

মেলা ঘুরে দেখা যায়, হুমকির পর থেকে মেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার সকালে মেলায় শিশুপ্রহর শুরু হওয়ার কথা থাকলেও সেখানে অংশগ্রহণকারী অভিভাবক ও শিশুদের সংখ্যা একেবারেই কমে গেছে।

বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অতীতে এ ধরনের জঙ্গি সংগঠনগুলো দেশে বেশকিছু নাশকতা চালিয়েছে। তাই জঙ্গিদের হুমকি নিয়ে আমরা আতঙ্কিত। তিনি বলেন, তবে আমরা ভরসা রাখছি প্রশাসনের ওপর। সূত্র : সাম্প্রতিক দেশকাল
এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন