নিউইয়র্ক     রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গুপ্তচর সন্দেহে রাশিয়ায় মার্কিন সেনা গ্রেপ্তার

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৪ | ০১:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ মে ২০২৪ | ০১:৫৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
গুপ্তচর সন্দেহে রাশিয়ায় মার্কিন সেনা গ্রেপ্তার

রাশিয়ার রাজধানী মস্কোতে গুপ্তচর সন্দেহে এক মার্কিন সেনাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত সপ্তাহে তাকে আটক করে প্রশাসন। মার্কিন দুই কর্তৃপক্ষের বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে অনলাইন সিএনএন।

খবরে বলা হয়েছে, মার্কিন ওই সৈন্যের নাম গর্ডন ব্ল্যাক। যদিও এখনও মার্কিন প্রশাসন ওই সেনার নাম নিশ্চিত করেনি। তবে তার গ্রেপ্তারের বিষয়টি পরিবারকে জানানো হয়েছে। গত ২ মে গর্ডনকে গ্রেপ্তার করে রাশিয়ার পুলিশ। রুশ প্রশাসন জানিয়েছে, মস্কোতে ভ্রমণের আগে ওই সামরিক কর্মকর্তা দক্ষিণ কোরিয়াতে ছিলেন। তাকে গুপ্তচর সন্দেহে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে তথ্য দিয়েছে মস্কোর এক প্রতিরক্ষা কর্মকর্তা। ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝে এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। এর আগেও গুপ্তচর সন্দেহে বেশ কয়েকজন মার্কিন নাগরিককে আটক করেছিল রাশিয়া। সূত্র: মানবজমিন।

শেয়ার করুন