নিউইয়র্ক     শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

একটি গদ্য মনোলগ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪ | ১২:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ | ০৮:৩১ পূর্বাহ্ণ

ফলো করুন-
একটি গদ্য মনোলগ

সে ছোটে নাব্যনদীজল

স্থির রিভারগার্ল —

জলের ভিতর জলের বিরোধ

স্রোতের মধ্যে ভূমি

ডানা ভাঙ্গা ঈগলের মতো স্থির উড়াল

ওয়াম্পানগ দ্বীপ-লিংগোয় কয় ‘নোপ’।

 

সব নারী অফুরান তটিনী-পুরাণ;

নাব্যতা জাগে আমাদেরই চোখে—

নদী ও নারী হয় না কখনো তরঙ্গ বিরান।

দুই কুল জানে কোন্ সুরে, কোন্ তালে ছোটে ঢেউ!

কান পেতে শুনি কুলহারা নদীনারীকথা —

যেভাবে ওস্যানোগ্রাফার শোনে ঢেউয়ের এনসাইক্লোপিডিয়া

ঢেউ নন্দনতা।

তোমাকে তেমনি পড়েছি ঢেউতাত্ত্বিকতা,

পিরিতির তিরিশ সিপারা।

 

যার চোখমুখ বাজে ব্লু জাজ,

বাজে নীল বাদনের ম্যাড্রিগাল,

কৃষ্ণকথার উল্টো কাব্যগাঁথা

উতলা পেয়ালা রাধার নিশিবাঁশি!

মহুয়া কুড়ির গীতল মোহন বিষ

নিষিদ্ধ গীত গমক ভালোবাসি।

 

জলবতী মেঘডানা ছিড়ে গর্ভবতী বৃষ্টিভার ঝরে।

তোমার ঝিনুকে অঝোর সিম্ফনি বিষ

শিল্প সঙ্গমে জাগুক যামিনী উষ্ণীষ।

শেয়ার করুন