নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তুমি মানে ভাঙা অন্ত্যমিল

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪ | ১১:৫৯ অপরাহ্ণ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ | ১১:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-

তুমি মানে পর্ণমোচী বনে ন্যাড়া ডালে

সবুজ অঙ্কুর উঁকি।

তুমি মানে ক্রুর এপ্রিল — টবে ফোঁটা লাইলাক।

জীবন তো বসন্ত আর বৃষ্টিরই সহবাস।

তুমি মানে ভীড়ের ভিতর এখনো তোমাকে ডাকি,

চন্দ্রালোক প্রিয়দর্শী।

কিছু ভুল, কিছু পাপ জীবনের অনুষঙ্গ।

তুমি মানে কনফেশান টেবিলে সকাশে

আমার মনস্তাপ —

জলের উপর পানি আর পানির উপর জল

ঢেলে লিখবে সনেট ভাঙা অন্ত্যমিলে— ক্ষমা অনর্গল।

তুমি মানে শেক্সপীয়রের ১৮ সনেট বসন্তকে ফিরে পাওয়া।

তুমি মানে হাতের ভিতর হাত — ছাড়তে ভুলে যাওয়া।

তুমি মানে চিরকাল হঠাৎ উঠে যাওয়া

ক্যাফের টেবিলে রেখে আধ খাওয়া কফিকাপ

টেবিলে ভাঙা বৃত্তের জলছাপ।

ওথেলোর মতো আমি তো সিনিক নই,

জানতে চাইনি রুমালটা কী করে গেলো বারো ইয়াগোর হাতে।

তুমি মানে বোকা বালকের প্রিয় ভুল।

প্রেমিক মানে কি প্রেমিকার কাছে গিম্পেল দ্য ফুল!

 

শেয়ার করুন