নিউইয়র্ক     শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী ফল

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩ | ০৬:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৩ | ০৮:৩৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী ফল

ডায়াবেটিসের মতো গুরুতর রোগের ক্ষেত্রে মিষ্টি খাওয়া ভীষণভাবে বাড়ন। তবু অনেকের মনে ক্ষোভ থাকে এবং তারা কিছুটা হলেও মিষ্টি খেয়ে ফেলেন। ফলে গুরুতর শারীরিক জটিলতাও দেখা দিতে পারে। অথচ ফল খেয়ে ডায়াবেটিস অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। কিছু কিছু ফল আছে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপাদেয়। এই যেমন :

আপেল : আপেল একটি চমৎকার ফল। সবুজ আপেলে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবার আছে। আর এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্টও ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের জন্য উপকারি।

পেয়ারা : সময়টা পেয়ারার। ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই ফলটি বেশ কার্যকর। পেয়ারায় থাকা ভিটামিন সি, ভিটামিন বি৬, পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেশিয়াম আছে। এই ফলে প্রচুর ফাইবারও আছে। প্রাকৃতিকভাবে মিষ্টি ফলটি সাদা চিনির মতো ভয়াবহ নয়। রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রেখেই মিষ্টির স্বাদ পাবেন।

শেয়ার করুন