নিউইয়র্ক     শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের নাট্যকার ইয়োন ফসে

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ১২:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ১২:৪৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের নাট্যকার ইয়োন ফসে

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক, নাট্যকার ও কবি ইয়োন ফসে। রয়্যাল সুইডিশ একাডেমি বৃহস্পতিবার তার নাম ঘোষণা করেছে। সুইডিশ একাডেমি বলেছে, যেসব কথা অনুচ্চারিত থেকে যায়, সেগুলো ফসে তার নাটক ও গদ্যে তুলে এনেছেন । তার লেখা বিশ্বজুড়ে নানা ভাষায় অনূদিত হয়েছে। নরওয়েজিয়ান এই লেখক নোবেল পুরস্কারের ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা পাবেন ।

১৯৫৯ সালের ২৯ সেপ্টেম্বর নরওয়ের স্ট্রান্ডেবার্মে ফসে জন্মগ্রহণ করেন। ৬৪ বছর বয়সী ফসে একজন বিখ্যাত নাট্যকার। তিনি ৪০টির মতো নাটক লিখেছেন। যেসব নাট্যকারের নাটক এখন পৃথিবীতে সবচেয়ে বেশি মঞ্চস্থ হয়, তাদের মধ্যে ফসে একজন। এ ছাড়াও তার উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশুতোষ লেখা ও অনুবাদকর্ম রয়েছে। তিনি নরওয়ের নিনরস্ক ভাষায় লেখেন। ফসের লেখার শৈলী একেবারেই তার নিজস্ব। সাহিত্যজগতে এই শৈলী ‘ফস মিনিমালিজ‌ম’ নামে পরিচিত। ১৯৮৩ সালে তার প্রথম উপন্যাস ‘রাউথ, স্বার্ত’ (লাল, কালো) প্রকাশিত হয়। ১৯৯৯ সালে প্যারিসে তার নাটক ‘নকন জে তিল আ কোমে’-এর মঞ্চায়নের মাধ্যমে ইউরোপে তিনি নাট্যকার হিসেবে খ্যাতি পান। সাহিত্যকর্মে মানুষের উদ্বেগ ও দোদুল্যমানতার বিষয়গুলোকে তুলে ধরতে পারার জন্য তিনি প্রশংসিত হয়ে থাকেন।

গত বছর ফরাসি লেখক আনি এরনো সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।

শেয়ার করুন