নিউইয়র্ক     মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাঙ্কিপক্স: নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকোতে সতর্কতা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২২ | ১১:২৫ পূর্বাহ্ণ | আপডেট: ৩১ জুলাই ২০২২ | ১১:২৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
মাঙ্কিপক্স: নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকোতে সতর্কতা

মাঙ্কিপক্স ইস্যুতে এলার্ট বা সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে এই ভাইরাসের টিকার সংকট থাকার কারণে এই সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে সান ফ্রান্সিসকোতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। বৃহস্পতিবার নিউ ইয়র্ক কর্তৃপক্ষ বলেছে, রাজ্যজুড়ে এই ভাইরাস জনস্বাস্থ্যের জন্য অত্যাসন্ন হুমকি হয়ে উঠেছে। হেলথ কমিশনার মেরি টি ব্যাসেট বলেছেন, এ ঘোষণার ফলে স্বাস্থ্য বিভাগের জন্য সাড়া দিতে সহায়ক হবে। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার সান ফ্যান্সিসকো কর্তৃপক্ষ মাঙ্কিপক্সকে স্থানীয় জনস্বাস্থ্যের জন্য ‘ইমার্জেন্সি’ বলে ঘোষণা দিয়েছে। মেয়র লন্ডন ব্রিড বলেছেন, এখনও এই রোগের ঝুঁকি অনেক কম। তা সত্ত্বেও ১লা আগস্ট থেকে এই ঘোষণা কার্যকর হচ্ছে। এর ফলে রিসোর্স স্থানান্তরে সহায়ক হবে।

মেয়র লন্ডন ব্রিড বৃহস্পতিবার আরও বলেছেন, করোনা মহামারির সময় আগেভাগেই ব্যবস্থা নিয়েছিল সান ফ্রান্সিসকো। ফলে জনস্বাস্থ্য সুরক্ষিত রাখার ক্ষেত্রে আগেভাগেই অত্যাবশ্যক কর্মসূচি হাতে নেয়া গেছে। তিনি বলেন, আমরা জানি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবার জন্য একই। তবে আমরা এটাও জানি যে, আমাদের এলজিবিটিকিউ সম্প্রদায় এই মুহূর্তে এর সবচেয়ে বড় ঝুঁকিতে আছে।

শেয়ার করুন