নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইশতিয়াক রুপু আহমদের ছড়া

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৩ | ০৩:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ জুন ২০২৩ | ০৩:৩০ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইশতিয়াক রুপু আহমদের ছড়া

ওরা সব জানে

ব্যাঙ্ক মেরে টাকা খেয়ে
কেউ খায় ধরা
কেউ দেখি ঘুরে ফিরে
কম নড়া চড়া।
কেউ দেখি মাইক হাতে
দেয় ভালো বক্তৃতা
তার নাকি টাকা লুটে
নেই কোন সম্পৃক্ততা।
আছে ওরা বেশ সবে
দল বেঁচে খায়
অসুবিধা হলে পরে
জেলে চলে যায়।
টাকা সব বনে আছে
মাইটি ডলারে,
তার কিছু যাবে চলে
চামচার কাতারে।

স্নেহ

উঠবে জাতে পড়লে পাতে
টক মিষ্টি মুলাসিস
আরো পাবো টেকো দাদার
স্নেহ মাখা সুভাশিষ।
কাউকে কাটেন কেউ ফাটেন
কাউকে ডুকান বাঁশ
তিনি লিখেন সেরা লেখা
বাকি ছাঁইপাশ।
দাদা বাবু সবই জানেন
দেখে শুনে গুরু মানেন
পাছায় কষেন বেত,
সবাই ভাবে তিনি ছাড়া
বাকি সবাই ক্ষেত।

শিরোনামহীন

খেতাব নিয়ে ভাইয়া খুশি
খুশি দেশের জনগন
কেউ বলে এমন খেতাব
পায়নি কোন মহাজন।
মঞ্চে রাজা তবলা বাজা
বাজা সাধের সারেঙ্গি
খেতাব নিয়ে ভাই আমার
আসবে ঘুরে চৌরঙ্গী।
এই নগরে জোকার সাজা
নয় যে এমন শক্ত কাজ
অলি গলি ভর্তি আছে
ভক্ত কুলের বিশাল সাজ।
শান্তির মা মারা গেলো
গেলো সনের অকালে
ঠাকুর দাদা নেচে বলে
কি বলছে ঐ পাগলে।

কুটুম

এ কেমন স্বজন কুটুম
আজব আচরন
হঠাৎ করে দেখা হলে
চুল চেরা বিবরন।
ভাব ধরেন অচিন পাখি
নয় যে চেনা কখনো
সত্য হলো প্রয়োজনে
মায়ার বেলুন ফুলানো।
যখন ছিলো লক্ষ্য পূরন
কতই মধুর সম্ভাসন
জমে গেলে প্রেমের হাট
বদলে গেলো সুবচন।
তুমি সেরা তুমি টপ
তোমার নেই তুলনা
দিন বদলের গল্পে লেখা
তোমায় মুই ভুলবোনা।

সবই উপরওয়ালার খেলা

ভালবাসি কবিদের
ভালবাসি সাংবাদিক
তাদের কেউ বলে বেড়ান
রুপু ভাই সাংঘাতিক।
দুরে থাকি দেশে থাকি
রই যে সদা আড়ালে
তারপর কেহ ভাবে
যাইতো যদি পাতালে।
সঙ্গী সাথী নিয়ে বসায়
রঙ্গীন সুরার আড্ডা
কেহ আসে নগর থেকে
কারো বাড়ি বাড্ডা।
নামি দামি অনেক লোক
দেশটা নাকি তারা চালান
ওরাই হুজুর মান্য গন্য
অপছন্দের কাউকে থামান।
চাইলে তারা দিতে পারেন
ভালো এক টাইট থেরাপি
তারাই জানেন এই শহরে
কে যে সাধু, কেইবা পাপী।

শেয়ার করুন