নিউইয়র্ক     মঙ্গলবার, ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪ | ১২:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ মে ২০২৪ | ০৩:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে

বর্তমানে পৃথিবীতে ৮০০ কোটির বেশি মানুষের বাস। প্রত্যেকেই কোনো না কোনো ভাষায় কথা বলে। অনেকে মনের ভাব প্রকাশ করতে ব্যবহার করে একাধিক ভাষা। বেশির ভাগ মানুষ কথা বলতে সাধারণত দুটি ভাষা ব্যবহার করে। একটি মাতৃভাষা, অন্যটি আন্তর্জাতিক ভাষা ইংরেজি। তবে এর বাইরেও অনেকে একাধিক ভাষা শেখেন নিজেদের প্রয়োজনে। বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কথা বলে, এমন ১০টি ভাষা নিয়ে আজকের আলোচনা। মাতৃভাষা হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত ১০টি ভাষা নিয়ে তালিকাটি তৈরি করেছে ‘ফোর্বস’। বিশ্বের প্রায় ৮৮ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে এই ১০ ভাষা ব্যবহার করে। কেউ মাতৃভাষা হিসেবে, আবার কেউ দ্বিতীয় ভাষা হিসেবে। চলো, এবার সবচেয়ে জনপ্রিয় ভাষাগুলো সম্পর্কে জানা যাক।

ইংরেজি : ইংরেজি বিশ্বের আন্তর্জাতিক ভাষা। কমবেশি সব দেশের মানুষ এ ভাষায় কথা বলে। তাই এই ভাষায় যে সবচেয়ে বেশি মানুষ কথা বলবে, তা অনুমেয়। এটি ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশের প্রধান ভাষা ইংরেজি। বিশ্বের প্রায় ১৫০ কোটি মানুষ এ ভাষায় কথা বলে। ইন্টারনেটের প্রাথমিক ভাষা হয়ে উঠেছে ইংরেজি।

মান্দারিন : মাতৃভাষা হিসেবে ইংরেজির পরে সবচেয়ে বেশি মানুষ কথা বলে মান্দারিনে। এটি চীনের মাতৃভাষা। ভাষাটি চীনা-তিব্বতি ভাষা পরিবারের অন্তর্গত। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ বসবাসকারী দ্বিতীয় দেশ চীন। প্রায় ১৪২ কোটি মানুষের বাস দেশটিতে। আর এখানকার ৮১ শতাংশ মানুষের মাতৃভাষা মান্দারিন। ফলে এ দেশের মাতৃভাষা সেরা তিনে না থাকাটাই বরং অস্বাভাবিক। এ ভাষায় প্রায় ১১০ কোটি মানুষ কথা বলে।

হিন্দি : ইংরেজির মতো হিন্দিও ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত। প্রায় ৬০ কোটি ৯০ লাখ মানুষের মাতৃভাষা হিন্দি। হওয়াটাই তো স্বাভাবিক। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এখন ভারত। দেশটির সরকারি ভাষাও হিন্দি। তবে হিন্দি ছাড়াও ভারতে আরও ২১টি দাপ্তরিক ভাষা আছে।

স্প্যানিশ : পৃথিবীর ৫৫ কোটি ৯১ লাখ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে। এ ভাষার সবচেয়ে বেশি মানুষ বাস করে মেক্সিকোতে। স্পেন, কলম্বিয়া, চিলি, বলিভিয়া ও আর্জেন্টিনার মানুষেরও প্রধান ভাষা এটি। প্রায় ১৮টি দেশের দাপ্তরিক ভাষা স্প্যানিশ। এটিও ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত।

ফরাসি : ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের আরেকটি ভাষা ফরাসি। বিশ্বের প্রায় ৩১ কোটি মানুষ এ ভাষায় কথা বলে। ফ্রান্স, কানাডা, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও ইতালির প্রধান ভাষা ফরাসি। এ ভাষায় অনেক মানুষ কথা বলার কারণ, একসময় ফ্রান্স বিভিন্ন দেশ শাসন করেছে। ফলে ফরাসি ভাষা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী।

আরবি : মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশের মানুষের প্রধান ভাষা আরবি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মাতৃভাষা এটি। ২৭ কোটি ৪০ লাখ মানুষ এ ভাষায় কথা বলে। এটি আফ্রো-এশীয় ভাষার অন্তর্গত।

বাংলা : বর্তমানে বিশ্বের ২৭ কোটি ৪০ লাখ মানুষ বাংলায় কথা বলে। এ ভাষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি প্রাণ দিয়েছে বাংলাভাষীরা। পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশের ভাষার জন্য প্রাণ দেওয়ার ঘটনা ঘটেনি। তাই প্রতিবছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। বাংলাদেশের মানুষ প্রধানত বাংলা ভাষায় কথা বলে। বাংলাদেশের সরকারি ভাষাও বাংলা। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের কিছু মানুষ বাংলায় কথা বলে। বাংলায় ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত।

পর্তুগিজ: মাতৃভাষার দিক থেকে বিশ্বের অষ্টম ভাষা পর্তুগিজ। পৃথিবীর আটটি দেশের অফিশিয়াল ভাষাও এটি। ব্রাজিল, ম্যাকাউ, পূর্ব তিমুর, মোজাম্বিক এর মধ্যে অন্যতম। সবচেয়ে বেশি ব্রাজিলের ১৬ কোটি মানুষ এই ভাষায় কথা বলে। এটিও ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বিশ্বের ২৬ কোটি ৩৬ লাখ মানুষের ভাষা পর্তুগিজ।

রুশ : জাতিসংঘের ৬টি আন্তর্জাতিক ভাষার মধ্যে রুশ একটি। ১৯১৭ সাল পর্যন্ত রুশ সাম্রাজ্যের একমাত্র ভাষা ছিল এটি। রাশিয়ার পাশাপাশি বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান ও ইউক্রেনের অন্যতম সরকারি ভাষা এটি। ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত এ ভাষায় বিশ্বের ২৫ কোটি ৫০ লাখ মানুষ কথা বলে।

উর্দু : তালিকার শেষ ভাষাটি উর্দু। ২৩ কোটি ১৭ লাখ মানুষ বর্তমানে এ ভাষায় কথা বলে। একসময় এই উর্দুকেই বাঙালির ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু সে চেষ্টা বিফল হয়। তবে এখনো পাকিস্তানের চেয়ে ভারতে উর্দু ভাষার মানুষ প্রায় ৫ গুণ বেশি। এ ছাড়া আফগানিস্তানের মানুষ উর্দু ভাষায় কথা বলে।

শেয়ার করুন