নিউইয়র্ক     মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের বিদায়, সুপার আটে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪ | ১২:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ জুন ২০২৪ | ১২:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
পাকিস্তানের বিদায়, সুপার আটে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও পাকিস্তান শিবিরে ভিন্ন চিত্র। ছবি : ক্রিকইনফো

আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে সুপার এইট নিশ্চিত হবে অথবা বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হলেও সেরা আটে জায়গা করে নেবে স্বাগতিক যুক্তরাষ্ট্র, এমনটাই ছিল সমীকরণ। অবশেষে তাই হলো। বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি। ৩ ঘণ্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা। এর মধ্য দিয়ে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ল গতবারের ফাইনালিস্ট পাকিস্তান। বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তানের স্বপ্ন। সঙ্গে বাদ পড়তে হলো আয়ারল্যান্ডকেও। অপরদিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে সবাইকে চমকে দিয়ে সুপার এইট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র।

পাকিস্তানের সুপার এইটের আশা বেঁচে থাকতে হলে আজকের ম্যাচে অবশ্যই হারতে হতো যুক্তরাষ্ট্রকে। কারণ, ৩ ম্যাচে ২ জয়ে যুক্তরাষ্ট্রের পয়েন্ট আগেই ৪ হয়ে গেছে। অপরদিকে পাকিস্তানের বাকি এক ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হতো ৪। কিন্তু আজকের ম্যাচ বাতিল হয়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের পয়েন্ট হয়ে গেছে ৫। অন্যদিকে জিতলে আশা বেঁচে থাকত আইরিশদেরও। কেননা আজকের ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হতো ২। এ ছাড়া আরও একটি ম্যাচ বাকি ছিল আইরিশদের। সেটি জিতলে পল স্টার্লিংয়ের দলেরও ৪ পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল। কিন্তু বৃষ্টিতে সব তছনছ হয়ে গেল। সূত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন