নিউইয়র্ক     মঙ্গলবার, ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বেনজীরের সম্পদ জব্দ হলে প্রশাসক বসবে?

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪ | ০৮:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ মে ২০২৪ | ০৮:৪১ পূর্বাহ্ণ

ফলো করুন-

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর আদালত। সেই সাথে তার ৩৩টি ব্যাংক হিসাব ও আর্থিক প্রতিষ্ঠানের সব লেনদেন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

এ অবস্থায় বেনজির আহমেদের জব্দ সম্পদ দেখভালের জন্য সরকার কোনো প্রশাসক নিয়োগ করবে কিনা, তা আদালতের সিদ্ধান্ত বলে মনে করছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, ও কক্সবাজারে একাধিক ফ্ল্যাট, রিসোর্ট, বাংলা বাড়ি ও জমিসহ বিপুল সম্পদের মালিক, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। তার এসব সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরকে আমলে নেয় হাইকোর্ট। দুই মাসের মধ্যে বেনজীর আহমেদের সব সম্পদের হিসাব দাখিল করতে দুদককে নির্দেশ দিয়েছিলো আদালত।

সেই নির্দেশের পর ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দুদক। পরে কমিটির আবেদনের প্রেক্ষিতে সম্পদ জব্দের নির্দেশ দেয় ঢাকা মহানগর আদালত।

দুদকের আইনজীবী বলছেন, ৮৩টি দলিলের বিপরীতে থাকা এসব সম্পদ ও ৩৩টি ব্যাংক হিসেব এবং আর্থিক প্রতিষ্ঠানের সব রকম লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম বলেন, আদালত যেসব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছে; সেখানে বলা হয়েছে- এই অ্যাকাউন্টগুলো জব্দকৃতের আদেশ যতদিন বহাল থাকবে, ততদিন কোনো টাকা উত্তোলন করা যাবে না।

সম্পদ জব্দের পর তা দেখভালের জন্য কোন প্রশাসক নিয়োগ করা হবে কি না সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে বলেও জানান দুদকের এই আইনজীবী।

পদে থাকা অবস্থায় প্রভাবশালীদের এমন সম্পদের খোঁজ কেনো পাওয়া যায় না; এর উত্তরে এই আইনজীবী বলেন, অনেক সীমাবদ্ধতা আছে। তারপরও এই প্রথা ভাঙা প্রয়োজন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজ করার জন্য আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম। আদালতে শুনানি শেষে এই আদেশ দেয়া হয়। এ সময় দুদকের পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে উপস্থিত ছিলেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবৈধ সম্পদ নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে দাবি করা হয়, তিনি ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ রয়েছে।

বিষয়টি নিয়ে সারা দেশে আলোচনা ওঠে। এর বেনজীর আহমেদ ও তার পরিবারের সম্পদ নিয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৩৭তম পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেছেন বেনজীর আহমেদ। এর আগে তিনি র‍্যাবের মহাপরিচালক (ডিজি) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন।সুত্র একাত্তর টিভি

শেয়ার করুন