নিউইয়র্ক     মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ১৫ শহরে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা দামাল

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২ | ০২:৪৫ অপরাহ্ণ | আপডেট: ১৪ নভেম্বর ২০২২ | ০৭:৫৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ১৫ শহরে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা দামাল

রায়হান রাফী পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘দামাল’ গত ২৮ অক্টোবর মুক্তির পর থেকেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে দর্শক টানছে। মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে এ সিনেমা। দলটি খেলার অর্থ সংগ্রহ করে তা তুলে দিয়েছিল মুক্তিবাহিনীর হাতে। বহুল আলোচিত এ সিনেমা যুক্তরাষ্ট্রে মুক্তির জন্য প্রস্তুত। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় সিনেমাটি ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে ১৫টি শহরে মুক্তি পাবে।

নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, ক্যালফোর্নিয়ার নর্থ হলিউড, সান ফ্রান্সিসকো, টেক্সাসের ডালাস, হিউস্টোন, বাল্টিমোর, শিকাগো, ওরল্যান্ডো, মিয়ামি, ডেট্রয়েট, রেনো, পোর্টল্যান্ড, বোস্টনসহ ১৫টি শহরে মুক্তি পেতে যাচ্ছে দামাল। এরপর আগামী ২ ডিসেম্বর রিগ্যাল, হারকিনস, সিনেমার্কের ৫০টি থিয়েটারে মুক্তি পাবে ‘দামাল’। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন, ‘আমরা নিউইয়র্ক থেকে দামাল ছবিটি মুক্তি দিচ্ছি। এরপর ২ ডিসেম্বর থেকে ৫০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো হবে। তিনি আরও বলেন,“রাফীর পরাণ ছবিটি যুক্তরাষ্ট্রে চলাকালীন সময়ে আমরা ‘দামাল’ ছবিরপ্রচারণা চালিয়েছি। দর্শকরা সিনেমাটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। আশা করছি, এইছবিটি যুক্তরাষ্ট্রে আলোড়ন সৃষ্টি করবে।সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম।

ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী। দামালের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, সৈয়দ নাজমুস সাকিব প্রমুখ।

শেয়ার করুন