নিউইয়র্ক     মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা নিপুণ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:৪৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা নিপুণ

কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিবিসিসিআই) শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিনিময়ের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চলতি বছরের ৬-৮ অক্টোবর কানাডার টরন্টোয় হতে যাচ্ছে বাণিজ্য উৎসব ‘কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩’। এ উৎসবের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী।

চিত্রনায়িকা নিপুণ আক্তার। ছবি: সংগৃহীত

বিষয়টি নিপুণ নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা আমার জন্য একটি বিশেষ সম্মান ও দায়িত্ব। আমি চেষ্টা করবো আন্তরিকতা নিয়ে কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩-এর শুভেচ্ছাদূত হিসেবে নিজের দায়িত্ব পালন করতে।


চিত্রনায়িকা নিপুণ আক্তার। ছবি: সংগৃহীত

এদিকে নিপুণ সম্প্রতি বেশ কিছু নতুন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। তার অন্যতম ‘ভাষার জন্য মমতাজ’ নামের সিনেমা। ভাষা আন্দোলনের আত্মত্যাগী এই নারীকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ভাষার জন্য মমতাজ। এতে মমতাজের ভূমিকায় অভিনয় করবেন নিপুণ আক্তার। সিনেমাটি পরিচালনা করবেন সারোয়ার তামিজউদ্দিন। সূত্র : সাম্প্রতিক দেশকাল

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন