নিউইয়র্ক     শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুত্রের মৃত্যুতে হত্যার জন্য দোষী সাব্যস্ত নিউইয়র্ক এর সাবেক পুলিশ কর্মকর্তা

পরিচয় রিপোর্ট

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২ | ০২:৪০ অপরাহ্ণ | আপডেট: ০৫ নভেম্বর ২০২২ | ০২:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
পুত্রের মৃত্যুতে হত্যার জন্য দোষী সাব্যস্ত নিউইয়র্ক এর সাবেক পুলিশ কর্মকর্তা

৪০ বছর বয়সী মাইকেল ভালভা।

নিউইয়র্ক এর সাবেক পুলিশ কর্মকর্তা মাইকেল ভালভা পুত্রের মৃত্যুতে হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।

গত ৪ঠা নভেম্বর শুক্রবার সন্ধ্যায় জুরিরা সাবেক এনওয়াইপিডি অফিসার মাইকেল ভালভাকে তার ৮ বছর বয়সী ছেলে থমাসের মৃত্যুতে একটি শিশুর কল্যাণকে বিপন্ন করার দায়ে দ্বিতীয়-ডিগ্রি হত্যার জন্য দোষী সাব্যস্ত করেছেন, থমাস ২০২০ সালের প্রথমদিকে প্রচন্ড ঠান্ডার সময় তার বাবার লং আইল্যান্ডের বাড়ীর গ্যারেজে মৃত্যুবরণ করেছিলেন।

উক্ত মামলায় ২০২০ সালের ২৪ জানুয়ারী গ্রেফতার হওয়া ভালভার তৎকালীন বাগদত্তা অ্যাঞ্জেলা পোলিনারও পৃথক বিচার হবে। তাকেও একটি শিশুর কল্যাণকে বিপন্ন করার জন্য দ্বিতীয়-ডিগ্রি হত্যা এবং চারটি অভিযোগে অভিযুক্ত করা হয়। দণ্ডিত হলে প্রত্যেককে ২৫ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

শেয়ার করুন