নিউইয়র্ক     শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরকে যৌন নির্যাতনের দায়ে নিউইয়র্কে এক বাংলাদেশী গ্রীনকার্ডধারী গ্রেফতার

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ১২:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ১২:৩৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
কিশোরকে যৌন নির্যাতনের দায়ে নিউইয়র্কে এক বাংলাদেশী গ্রীনকার্ডধারী গ্রেফতার

১৪ বছরের কম বয়সী এক কিশোরকে যৌন নির্যাতনের দায়ে প্রায় এক বছর জেল খাটার পর দোষী সাব্যস্ত হয়ে ৪০ বছর বয়স্ক যুক্তরাষ্ট্রের গ্রীনকার্ডধারী এক বাংলাদেশি নাগরিককে নিউইয়র্কে গ্রেফতার করেছে যুক্তরাষ্টের ইমিগ্রেশ্রান এন্ড কাষ্টমস এনফোর্সমেন্ট দপ্তরের এনফোর্সমেন্ট এন্ড রিমুভাল অপারেশনস (ইআরও) কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে যুক্তরাষ্টের ইমিগ্রেশ্রান বিধি অনুযায়ী যথারীতি রিমুভাল প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে ইমিগ্রেশ্রান এন্ড কাষ্টমস এনফোর্সমেন্ট দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত বাংলাদেশীর নাম কিংবা অন্য পরিচয় উল্লেখ করা হয়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৪০ বছর উক্ত বাংলাদেশী নাগরিক ২০০৯ সালের ৭ মার্চ একজন আমেরিকান নাগরিকের স্বামী হিসেবে স্থায়ী বাসিন্দার মর্যাদায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। ২০২২ সালের ১৬ই মে ব্রুকলীনের কিংস কাউন্টি সুপ্রীম ক্রিমিনাল কোর্টে তাকে ১৪ বছরের নিচের বয়সী কিশোরকে যৌন নিপীড়নের অপরাধে দোষী সাব্যস্ত করে শাস্তি হিসেবে এক বছরের জেল দেওয়া হয়।

শেয়ার করুন