নিউইয়র্ক     শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্ক সিটি কাউন্সিলে ব্রুকলীনের শাহানা হানিফ জয়ী, নিউইয়র্কে উত্তাপহীন ভোট

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩ | ০৮:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ | ০৮:৪৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্ক সিটি কাউন্সিলে ব্রুকলীনের শাহানা হানিফ জয়ী, নিউইয়র্কে উত্তাপহীন ভোট

নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে মঙ্গলবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ছিলো না কোন উত্তাপ। সিটির ৫ বরোর মধ্যে তিন বরোর ডিষ্ট্রিক্ট এটর্নি, সিটি কাউন্সিলের ৫১টি আসন আর স্টেটের সবগুলো কাউন্টির সিভিল কোর্টের জজ নির্বাচন সহ আরো কিছু পদে মঙ্গলবার দিনব্যাপী ভোটগ্রহন অনুষ্টিত হয়। সাধারণত ৪ বছর পরপর সিটি কাউন্সিল সদস্যদের জন্য নির্বাচন হয়। এ বছরের নির্বাচন হলো ২ বছর পর। নির্বাচনে অতীতের চেয়ে এবার সাড়া-শব্দ ছিলো কম, ছিলো না ভোটের উত্তাপ। র‌্যাংকড চয়েস পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়। ২০২১ সালে নির্বাচনের পর নিউইয়র্ক সিটি কাউন্সিল আসনে রিডিস্টিক্টিং হয়েছে। ফলে নতুনভাবে আঁকা হয়েছে প্রায় সবগুলো আসনের সীমানা ম্যাপ। তাই নতুন ডিস্টিক্ট ম্যাপে মঙ্গলবার পুনরায় নির্বাচন হলো। যদিও এনিয়ে অনেক ভোটারই ছিলেন বিভ্রান্ত।

এদিকে বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্ক সিটির ব্রুকলীন বরোর কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩৯ থেকে বাংলাদেশী বংশোদ্ভুত কাউন্সিলওম্যান শাহনা হানিফ পুন:নির্বাচিত হয়েছেন। শাহানার প্রাপ্ত ভোট ১৭,৪৬১। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী আরকাউদিউজ টোমাসজেওয়াস্কি’র প্রাপ্ত ভোট ২,৬২৪। জ্যামাইকার কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৪ থেকে কাউন্সিলম্যান জিম এফ জিনারোও পুন:নির্বাচিত হয়েছেন। জিম-এর প্রাপ্ত ভোট ৬,৮৬২। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জোনাথান লিনালদি’র প্রাপ্ত ভোট ২,১৬৮।

সিটি কাউন্সিলের আসনগুলোর মধ্যে নির্বাচিতরা হলেন: সিটি কাউন্সিল ডিষ্ট্রিক্ট-১ থেকে ক্রীস্টোফার মার্টি, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২ থেকেকার্লিনা রিভেরা, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩ থেকে এরিক বোটচার, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৪ থেকেকেইথ পাওয়ার্স, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৫ থেকে জুলি মেনিন, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৬ থেকে গালি ব্রেওয়ার, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৭ থেকে শাউন আবরেউ (বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত), কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৮ থেকে দিয়ানা আলেয়া, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৯ থেকে ইউসুফ সালাম (বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত), কাউন্সিল ডিষ্ট্রিক্ট-১০ থেকে কারমেন ডি লা রোজা (বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত), কাউন্সিল ডিষ্ট্রিক্ট-১১ থেকে এরিক ডিনোউজ, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-১২ থেকে কেভিন রিলে, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-১৩ থেকে ক্রিষ্টি মারমোরাতো (রিপাবলিকান), কাউন্সিল ডিষ্ট্রিক্ট-১৪ থেকে পিরিনা সানচেজ, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-১৫ থেকে ওজওয়াল্ড ফেলিজ, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-১৬ থেকে আলথে ষ্টেভেন্স, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-১৭ থেকে রাফায়েল সালামানকা, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-১৮ থেকে আমান্দা ফারিয়াস, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-১৯ থেকে ভিকি প্যালাডিনো (রিপাবলিকান), কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২০ থেকে সানড্রা উং, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২১ থেকে ফ্রান্সিসকো মায়া (বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত), কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২২ থেকে টিফানি ক্যাবেন, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৩ থেকে লিন্ডা লি, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৪ জিম এফ জিনারো, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৫ থেকে শেখর কৃষ্ণান, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৬ থেকে জুলি উন, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৭ থেকে নানতাসা উইলিয়ামস, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৮ থেকে অ্যাডরিনি অ্যাডামস, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৯ থেকে ল্যান স্কুলম্যান, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩০ থেকে রবার্ট হলডেন (বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত), কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩১ থেকে সেলভেনা ব্রোকস-পাওয়ার্স, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩২ থেকে জোয়ান অ্যারিওলা (রিপাবলিকান, বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত), কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩৩ থেকে লিংকন রেস্টলার, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩৪ থেকে জেনিফার গুতেরেজ, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩৫ থেকে ক্রিস্টাল হাডসন (বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত), কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩৬ থেকে চাই ওজে (বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত), কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩৭ থেকে স্যান্ডি নূরস, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩৮ থেকে অ্যালেক্স অ্যাভিলেস, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩৯ থেকে শাহানা হানিফ, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৪০ থেকে রিটা জোসেফ, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৪১ থেকে ডারলিন মেলি (বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত), কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৪২ থেকে ক্রিস ব্যাংক (বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত), কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৪৩ থেকে সুসান জুংয়ং, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৪৪ থেকে কালমান ইয়েগার (রিপাবলিকান), কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৪৫ থেকে ফারাহ লুইস (বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত), কাউন্সিল ডিষ্ট্রিক্ট- ৪৬ থেকে মেরসেডিস নার্সিসেস, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৪৭ থেকে জাস্টিন ব্রানান, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৪৮ থেকে ইনা ভার্নিকোভ (রিপাবলিকান)। উল্লেখ্য, প্রো-প্যালেস্টাইন ইনা ভার্নিকোভ সম্প্রতি ব্রুকলীনে আয়োজিত প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশে অস্ত্র বহনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৪৯ থেকে কামিল্লা হ্যাঙ্কস, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৫০ থেকে ডেভিড কার (রিপাবলিকান, বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত), কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৫১ থেকে জোসেফ বোরেলি (রিপাবলিকান, বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত)। আরো উল্লেখ্য, ২/১টি আসন ছাড়া নির্বাচিত সকলেই ডেমোক্র্যাট দলীয়। খবর ইউএনএ’র।

শেয়ার করুন