নিউইয়র্ক     সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

এসি মিলানের স্বপ্নভঙ্গ, ১৩ বছর পর ফাইনালে ইন্টার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৩ | ১২:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ মে ২০২৩ | ১২:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
এসি মিলানের স্বপ্নভঙ্গ, ১৩ বছর পর ফাইনালে ইন্টার

মার্টিনেজের গোলে ১৩ বছর পর চ্যাম্পিয়ন লিগের ফাইনালে ইন্টার মিলান । ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলান। ইতালির মিলান শহরের দুই জায়ান্ট দলের লড়াইয়ে ১-০ গোলে এসি মিলানকে হারিয়েছে ইন্টার মিলান। এতে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে শিরোপার লড়াইয়ে আরও এক ধাপ এগুলো মার্টিনেজের দল। ইউরোপ সেরা প্রতিযোগিতায় ষষ্ঠবার ফাইনালে ওঠার পথে দলটি গড়ল দারুণ এক কীর্তি। নিজেদের ইতিহাসে কেবল দ্বিতীয়বারের মতো এক মৌসুমে চারবার হারাল মিলানকে।

আগামী ১০ জুন ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামের সেই ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার সিটি। প্রসঙ্গত, ২০০৯-১০ মৌসুমে সর্বশেষ ইন্টার যখন ফাইনাল খেলেছিল, বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ট্রফিও তারাই জিতেছিল। অন্যদিকে, ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের সাতবারের চ্যাম্পিয়ন মিলানের যাত্রা থামল সেমিতে। মঙ্গলবার (১৭ মে) রাতে সান সিরোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছিল দুই দল। বল দখলের লড়াইয়ে যদিও এগিয়ে ছিল এসি মিলান। তবে শেষ হাসিটা হেসেছে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান।

চ্যাম্পিয়ন লিগের ফাইনালে ইন্টার মিলান । ছবি : সংগৃহীত

ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোল করার সুযোগ পেয়েছিল বেশ কয়েকবার। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি কোনো দলই। ম্যাচের ২৪তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে সুযোগ পায় ইন্টার। হেনরিখ মিখিতারিয়ানের প্রথম শট প্রতিহত হওয়ার পর ফিরতি শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৩৭ মিনিটে গোলের খুব কাছে ছিল মিলান। গোলমুখের সামনে থেকে রাফায়েল লিয়াওয়েল বাঁ পায়ের আড়াআড়ি শট জাল খুঁজে পায়নি। এতে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য সমতায়।

এসি মিলান ও ইন্টার মিলানের ম্যাচে সান সিরোর গ্যালারিতে দর্শক । ছবি: সংগৃহীত

বিরতির পর দুই দলই মেতেছিল গোলের সন্ধানে। সুযোগও আসে বেশ কয়েকবার। এসি মিলান বারবার ব্যর্থ হলেও ৭৪ মিনিটে সুযোগ কাজে লাগায় ইন্টার মিলান। লুকাকুর পাস থেকে গোল আদায় করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্টিনেজ। এরপর আর কোনো দলই পায়নি জালের দেখা। ফলে ম্যাচ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিতে উল্লাসে মাতে ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগ থেকে এসি মিলানের বিদায়। সূত্র : বাংলাদেশ জার্নাল

এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন