নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউটের শিকার ম্যাথুস

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০৬:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ০৬:২৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউটের শিকার ম্যাথুস

প্রথম টাইমড আউট ব্যাটার হলেন ম্যাথুস। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ত্রয়োদশ আসরে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি আসরের সেমিফাইনাল থেকে ইতিমধ্যে বাদ পড়া বাংলাদেশ ও বাদ পড়তে যাওয়া দল শ্রীলঙ্কা। সার্বিক বিবেচনায় গুরুত্বহীন একটি ম্যাচ। তবে দিল্লিতে এ রকম গুরুত্বহীন ম্যাচেই দেখা গেল নাটক। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো টাইমড আউট দেখল বিশ্ব। কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে টাইম আউট হলেন তিনি।

যে হেলমেট নিয়ে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি ম্যাথুস। পরে টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে, যে ফিতা দিয়ে হেলমেট আটকে রাখা হয়, সেটি বাঁধতে গিয়ে ছিঁড়ে বা খুলে গেছে। পরে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি ম্যাথুস। এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটসম্যানের আউট হয়ে যাওয়া বা অবসরের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে আউট হতে হবে।’

অবশ্য এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা আছে, এক্ষেত্রে সময় ২ মিনিট। অবশ্য ম্যাথুস অতিক্রম করে গেছেন দুটিই। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দিয়েছেন আম্পায়াররা। আন্তর্জাতিক ক্রিকেটে এটি প্রথম টাইমড আউটের ঘটনা হলেও ঘরোয়া ক্রিকেটে এর আগে ৬ বার টাইম আউট হয়েছেন ব্যাটাররা। যাই হোক না কেন এই আউট নিয়ে আলোচনা সহজে থামবে না। সূত্র : কালবেলা

শেয়ার করুন