যুক্তরাষ্ট্রের অভিজাত টাইম ম্যাগাজিনের ‘অ্যাথলেট অব দ্য ইয়ার’ হয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। ১৯৮৬ সালের পর প্রথম আর্জেন্টিনাকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার পর তাকে এই সম্মান দিয়েছে টাইম ম্যাগাজিন। এ ছাড়া তার রয়েছে অনেক অর্জন। তিনি তার ক্যারিয়ারে আটবার ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন। এ এক অনন্য রেকর্ড। এর ফলে ২০২৩ সালে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদনে উঠে এসেছেন তিনি। এর আগে এমন প্রচ্ছদ করা হয়েছিল লেব্রোন জেমস, অ্যারন জাজ এবং সিমোনে বাইলসকে নিয়ে। সাত গোল করে ২০২২ সালের ডিসেম্বরে কাতার বিশ্বকাপে নিজের দেশকে চ্যাম্পিয়ন করেন ৩৬ বছর বয়সী এই আর্জেন্টিয়ান। ফাইনালে তিনি ফ্রান্সের বিরুদ্ধে দুই গোল করেন। এর মধ্য দিয়ে তিনি সাবেক কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে ছুঁয়ে ফেলেন এবং সর্বকালের সেরা খেলোয়াড়ের মর্যাদা নিশ্চিত করেন।
তিনি তিনটি গোলে অ্যাসিস্ট করেন, দ্বিতীয় সর্বোচ্চ সুযোগ সৃষ্টি করেন এবং ৫ বার প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার জেতেন। দেশের ভিতরে তিনি ১৬ গোল করেন। লিগ১-এ প্যারিস সেইন্ট-জার্মেইনের জন্য ১৬টি গোলে অ্যাসিস্ট করেন। সূত্র: মানবজমিন।