নিউইয়র্ক     মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বাংলাদেশ ইস্যুতে ভারত-যুক্তরাষ্ট্রের চাওয়া মিলছে না’

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪ | ০২:৪৫ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ | ০২:৪৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
‘বাংলাদেশ ইস্যুতে ভারত-যুক্তরাষ্ট্রের চাওয়া মিলছে না’

এক দশক ধরে যুক্তরাষ্ট্রের ‘ভারতের চোখে বাংলাদেশকে দেখা’ নিয়ে আলোচনা হয়েছে৷ তবে এবার যুক্তরাষ্ট্রের সে অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন৷

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর বৈশ্বিক রাজনীতিতে চলছে নতুন মেরুকরণ৷ বিশ্লেষকেরা বলছেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর পশ্চিমা রাষ্ট্রগুলোর একমেরুকেন্দ্রীক যে রাজনীতি ছিল, এখন চীন-রাশিয়াকে কেন্দ্র করে নতুন বলয় তৈরির ফলে সে রাজনীতির বদল ঘটছে৷ এর প্রভাব পড়ছে অর্থনীতিতেও৷

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের বক্তব্য এসেছে আন্তর্জাতিক মহল থেকে৷ ২০২১ সালের ডিসেম্বর মাসে র‌্যাবের সাতজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে গুম, বিচারবহির্ভূত হত্যা এবং নির্যাতনের অভিযোগে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়৷

২০২৩ সালের মে মাসে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সেখানে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা বা তাতে সহযোগিতা করা ব্য়ক্তিদের ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হবে৷ এর আওতায় বর্তমান এবং সাবেক কর্মকর্তা, ক্ষমতাসীন ও বিরোধী দলের কর্মী আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিচার বিভাগ এবং নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরাও থাকবেন বলে জানানো হয় পররাষ্ট্র দপ্তর থেকে ৷ সেপ্টেম্বরে বাংলাদেশের বেশ কিছু নাগরিকের ওপর এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র৷ তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

১০ নভেম্বর ভারত-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের ‘টু-প্লাস-টু’ বৈঠক অনুষ্ঠিত হয়৷ এরপর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা সাংবাদিকদের জানিয়েছিলেন, বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ যুক্তরাষ্ট্রের কাছে ভারতের অবস্থান ‘স্পষ্ট’ করা হয়েছে বলেও জানান তিনি৷ কোয়াত্রা জানান, যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে, ‘‘বাংলাদেশের নির্বাচন সেদেশের অভ্যন্তরীণ বিষয় এবং সেদেশের মানুষই তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন৷”

শেয়ার করুন