নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা যুক্তরাষ্ট্র ও ইইউর

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪ | ১২:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ | ১২:২৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা যুক্তরাষ্ট্র ও ইইউর

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও ডেলিগেশন প্রধান চার্লস হোয়াইটলি। পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে পিটার হাস দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশার কথা জানান। চার্লস হোয়াইটলি জানান, সামনের দিনগুলোয় বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক কীভাবে আরো এগিয়ে নেয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সম্পর্কোন্নয়ন নিয়েও কথা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ১৭ জানুয়ারী দুপুর ১২টার পর মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পিটার হাস। প্রায় ১ ঘণ্টা চলে আলোচনা। এরপর ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে দুই রাষ্ট্রদূতের হাতে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাসহ উপহারসামগ্রী তুলে দেন ড. হাছান মাহমুদ।

যুক্তরাষ্ট্রের পিটার হাস সাংবাদিকদের বলেন, ‘ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক হয়েছে যেন দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আমরা কাজ করতে পারি। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট জলবায়ু ইস্যু, ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা ও রোহিঙ্গা ইস্যুর মতো বিষয়গুলোয় একসঙ্গে কাজ করার বিষয়ে আমরা কথা বলতে পারি।’ এ বিষয়গুলোর মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিতে আগামী মাসগুলোয় ঢাকার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন পিটার হাস।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ‘সামনের দিনগুলোয় বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক কীভাবে এগিয়ে নেয়া হবে সে বিষয়ে আলোচনা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। আমরা মূলত সামনের দিনগুলো নিয়ে কথা বলেছি। তবে অবশ্যই অতীত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের নির্বাচন পর্যবেক্ষক দল এখনো সফর শেষ করেনি। তাছাড়া তারা এর মধ্যে নির্বাচন পর্যবেক্ষণের প্রতিবেদনও প্রকাশ করেনি।’ ইইউ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সঙ্গে শিগগিরই একটি পার্টনারশিপ কো-অপারেশন এগ্রিমেন্ট করবে ইইউ। এতে রাজনৈতিক ইস্যু প্রাধান্য পাবে।

দুই রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার লক্ষ্যে বাণিজ্য সম্প্রসারণ, জঙ্গি দমনসহ সবক্ষেত্রে একযোগে কাজ করার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘আমরা উভয় দেশ আমাদের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করার লক্ষ্যে ফলপ্রসূ আলোচনা করেছি। আমাদের স্বাধীন দেশের ৫২ বছরের পথচলায় যুক্তরাষ্ট্রের বড় উন্নয়ন সহযোগীর ভূমিকার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছি। বাণিজ্য খাতেও তারা আমাদের বড় অংশীদার। আমাদের বিজনেস বাস্কেট আরো সমৃদ্ধ করা ও যুক্তরাষ্ট্রের সরাসরি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রও আমাদের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে।’

শেয়ার করুন