নিউইয়র্ক     শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪ | ১২:০৭ পূর্বাহ্ণ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ | ১২:০৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী শুক্রবার বাদ আসর বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল মিন্টু, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনসহ দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে ড. মঈন খান বলেন, জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সরকার ও দেশবাসীকে প্রশ্ন করি, আজকে কোন বাংলাদেশ এই সরকার সৃষ্টি করেছে। আর আজকে আমরা বিএনপির সৈনিক এবং জিয়াউর রহমানের সৈনিক হিসেবে আজকে তার জন্মবার্ষিকীতে আমাদের উপর একটি গুরু দায়িত্ব অর্পিত হয়েছে। সেই দায়িত্বটি হচ্ছে, এই অচলবস্থা, গণতন্ত্রহীনতা, মানবাধিকার ও সুশাসনের অনুপস্থিতি এবং দুর্নীতির একটি জগৎ বাংলাদেশে সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে মুক্ত করে আবার নতুন করে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হবে। দেশের শতকরা ৯৫ শতাংশ মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে বলেও মন্তব্য করেন মঈন খান।

শেয়ার করুন