নিউইয়র্ক     বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমল ১.৪৭ বিলিয়ন ডলার

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমল ১.৪৭ বিলিয়ন ডলার

ডলার। ছবি- সংগৃহীত

এক সপ্তাহের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক দশমিক ৪৭ বিলিয়ন ডলার কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতের সাপ্তাহিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ৫ সেপ্টেম্বর ২৩ দশমিক ১৮ বিলিয়ন ডলার থাকলেও ১৩ সেপ্টেম্বর তা কমে ২১ দশমিক ৭১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

গত এক বছর ধরেই ধারাবাহিকভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। আমদানি নিয়ন্ত্রণে একাধিক উদ্যোগ নেওয়ার পরও মূলত রেমিট্যান্স প্রবাহে ধীরগতির কারণে রিজার্ভ কমছে। গত রবিবার (১০ সেপ্টেম্বর) বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ কমে ২১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এদিন প্রকৃত রিজার্ভ ২১ দশমিক ৭০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল বাবদ ১৩১ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এ ছাড়া ডলার রেমিট্যান্স প্রবাহ কম থাকায় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। সূত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন