নিউইয়র্ক     রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে চিকিৎসক পরিবারে মাথাপিছু আয় সবচেয়ে বেশি ৪৬,৯৩৮ টাকা, দ্বিতীয় সর্বোচ্চ প্রকৌশলী পরিবারে

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪ | ১২:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ | ১২:১৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশে চিকিৎসক পরিবারে মাথাপিছু আয় সবচেয়ে বেশি ৪৬,৯৩৮ টাকা, দ্বিতীয় সর্বোচ্চ প্রকৌশলী পরিবারে

বাংলাদেশে মাথাপিছু আয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে এমবিবিএস চিকিৎসক ও প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার পরিবার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ ২০২২-এ এই তথ্য উঠে এসেছে।

বিবিএসের জরিপ অনুসারে, দেশে এমবিবিএস চিকিৎসক পরিবারের সদস্যদের মাসিক মাথাপিছু আয় সবচেয়ে বেশি। জরিপ বলছে, কোনো পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি একজন পুরুষ চিকিৎসক হলে সেই পরিবারের সদস্যদের মাথাপিছু মাসিক গড় আয় হয় ৪৬ হাজার ৯৩৮ টাকা। আর কোনো পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি একজন নারী চিকিৎসক হলে সেই পরিবারের সদস্যদের মাসিক গড় আয় হয় ৪৮ হাজার ৪৮৪ টাকা।

গ্রাম অঞ্চলের কোনো পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি একজন পুরুষ চিকিৎসক হলে ওই পরিবারের মাথাপিছু মাসিক গড় আয় হয় ৮২ হাজার ৭৭৭ টাকা। তবে গ্রামাঞ্চলের পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি নারী চিকিৎসক হলে ওই পরিবারের গড় আয় কত হয়, সেই তথ্য জরিপে দেওয়া হয়নি।

অন্যদিকে শহরাঞ্চলে কোনো পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি পুরুষ চিকিৎসক হলে সেই পরিবারের সদস্যদের মাথাপিছু মাসিক গড় আয় হয় ৪৪ হাজার ৩৫৩ টাকা। আর শহরাঞ্চলের কোনো পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি নারী চিকিৎসক হলে সেই পরিবারের সদস্যদের মাসিক গড় আয় হয় ৪৮ হাজার ৪৮৪ টাকা। অন্যদিকে কোনো পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি একজন পুরুষ প্রকৌশলী হলে ওই পরিবারের সদস্যদের মাসিক গড় আয় হয় ৪৩ হাজার ৪৩৯ টাকা।

এছাড়া বিবিএসের জরিপে উঠে এসেছে, স্কুলে কোনো ক্লাসই পাশ করেননি এমন পুরুষ যে পরিবারের প্রধান উপার্জনকারী, ওই পরিবারের সদস্যদের গড় মাথাপিছু মাসিক আয় ৫ হাজার ৩২৭ টাকা। আর এরকম পরিবারে প্রধান উপার্জনকারী ব্যক্তি নারী হলে ওই সদস্যদের গড় মাথাপিছু মাসিক আয় ৪ হাজার ২১৩ টাকা।

জরিপ বলছে, কোনো ধরনের শিক্ষার সুযোগ পাননি, এমন পুরুষ পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি হলে ওই পরিবারের সদস্যদের মাসিক গড় আয় হয় ৫ হাজার ৪৩৪ টাকা এবং প্রধান উপার্জনকারী ব্যক্তি নারী হলে পরিবারের সদস্যদের গড় মাসিক আয় হয় ৪ হাজার ৯৫২ টাকা।

আর স্নাতক ডিগ্রিধারী কোনো পুরুষ যদি পরিবারের প্রধান উপার্জনকারী হলে ওই পরিবারের মাথাপিছু গড় মাসিক আয় হয় ১৩ হাজার ৬১ টাকা, আর পরিবারের প্রধান উপার্জনকারী নারী হলে প্রতি সদস্যের গড় আয় হয় ৩৪ হাজার ৪৯৯ টাকা।- সুত্র টিবিএস

শেয়ার করুন