নিউইয়র্ক     মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবায় ২২০০ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:০১ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:০১ পূর্বাহ্ণ

ফলো করুন-
স্বাস্থ্যসেবায় ২২০০ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণসহ নাগরিকদের স্বাস্থ্যসেবা উন্নয়নে ২ হাজার ২০০ কোটি টাকার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। গত ৩১ আগষ্ট বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বিশ্ব ব্যাংক।

ঢাকার দুই সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি, নারায়ণগঞ্জ সিটি এবং সাভার পৌরসভা এলাকায় মোট ৫৪টি প্রকল্পের জন্য এই অর্থায়ন করা হয়েছে। এই প্রকল্পের অর্থ দিয়ে এসব এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি চিকিৎসা সুবিধাও বাড়ানো হবে।

প্রতিবেদনে আরো জানানো হয়, এই ঋণের মাধ্যমে ৫ বছরে প্রায় ২৫ লাখ শিশু পরিষেবা পাবে। এছাড়া এই অর্থ দিয়ে গর্ভবতী নারীদের বিশেষ সুবিধা প্রদান করা যাবে বলে বিশ্ব ব্যাংক জানিয়েছে।

দেশের রাস্তাঘাট, ভবনসহ বড় অবকাঠামো নির্মাণেও এই অর্থ অনুমোদন করা হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশকে সব মিলিয়ে চার হাজার কোটি ডলারের মতো ঋণ সহায়তা দিয়েছে দিয়েছে বিশ্বব্যাংক।

শেয়ার করুন