নিউইয়র্ক     সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে জঙ্গি-পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০৩:০১ পূর্বাহ্ণ

ফলো করুন-
বান্দরবানে জঙ্গি-পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি

বান্দরবানের থানচির রেমাক্রি ব্রিজ এলাকায় জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- এর গোলাগুলি চলছে

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রেমাক্রি ব্রিজ এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাগুলি চলছে বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম র‍্যাব-৭ এর একটি সূত্র।

উল্লেখ্য, পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ পাহাড়ে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ২০২২ সালের ১২ অক্টোবর থেকে পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ে র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান শুরু করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করতে গত ১৮ অক্টোবর থেকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, রেমাক্রি ব্রিজের কাছে ভোর থেকে এই গোলাগুলি চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বান্দরবানের রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। সূত্র:সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন