নিউইয়র্ক     মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৩ | ০১:২৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ মে ২০২৩ | ০২:২২ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গত মঙ্গলবার (৯ মে) রাজধানীতে একটি হোটেলে ইউরোপ ডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ইইউ রাষ্ট্রদূত হোয়াইটলি । রাষ্ট্রদূত জানান, ইইউ একটি প্রতিনিধি দল আগামী জুলাই মাসর বাংলাদেশে আসছে। তারা বাংলাদেশের রাজনীতিতে ‘মধ্যস্থতা বা হস্তক্ষেপ’ করতে চায় না। তবে পরিস্থিতি বোঝার জন্য তারা এখানকার সব রাজনৈতিক দলের সঙ্গে দেখা করবেন এবং তাদের কথা শুনবেন। বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠাতে ইইউ আমন্ত্রণ পেয়েছে বলেও জানান রাষ্ট্রদূত।

বিএনপির সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিষয়ে আমরা সব দলের সঙ্গেই আলোচনা করছে ইইউ। বাংলাদেশের জনগণের মতো ইউরোপীয় ইউনিয়নও এ দেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চায়। যেই নির্বাচন হবে সংঘাতহীন।’ সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বাণিজ্য, জলবায়ু, শ্রম অধিকারসহ নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের অংশীদারত্বের কথা তুলে ধরেন। এ সময় ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

সাথী/পরিচয়

শেয়ার করুন