নিউইয়র্ক     শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৫৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ব বাজারে প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১ হাজার ৮৪৫ ডলার ৯৬ সেন্টে। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে মার্কিন মুদ্রা ডলারের দর বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের মূল্য হ্রাস পাচ্ছে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১ হাজার ৮৪৫ ডলার ৯৬ সেন্টে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। আগের কার্যদিবসে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্পটে স্বর্ণের আরও দরপতন ঘটে। গত জানুয়ারির শুরুর পর মূল্যবান ধাতুটির দর সর্বনিম্নে নেমে যায়। অর্থাৎ তা ছিল বিগত ৫ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। একইদিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৮৫৬ ডলার ৬০ সেন্টে।

সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ফেড অতি-কঠোর মুদ্রানীতি গ্রহণ করলে ডলারের দাম বেড়ে যাবে। ফলে স্বয়ংক্রিয়ভাবে স্বর্ণের মূল্য কমবে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ধাতুটিতে বিনিয়োগ কমিয়েছেন ব্যবসায়ীরা। গত মাসে ইউএস ভোক্তা মূল্য সূচক বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। সবমিলিয়ে বিগত ১২ মাসে তা ঊর্ধ্বমুখী হয়েছে ৬ দশমিক ৪ শতাংশ। প্রত্যাশার চেয়ে যা বেশি। ফলে অতি আক্রমণাত্মক মুদ্রানীতি গ্রহণ করে যেতে পারে ফেড। সুত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন