নিউইয়র্ক     বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪ | ০৭:২৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ | ০৭:২৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গত ২৮ শে মার্চ, বৃহস্পতিবার গুলশান টেরেস পার্টি হলে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় , উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আশরাফুল আলম , পরিচালনায় ছিলেন ট্রাস্টী বোর্ডের অন্যতম সদস্য মোঃ সাজিজুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির ট্রাষ্টি বোর্ডের প্রধান মোঃ আসাদুজ্জামান , ট্রাস্টী বোর্ডের অন্যতম সদস্য মোঃ সাজেজুল ইসলাম সুজন , মাসুদুল আলম লিপু ও প্রফেসর ড. মুনসী মুর্তজা আলী, মোঃ নাজমুল আহসান দুলাল, প্রধান উপদেষ্টা ও ইফতার কমিটির আহ্বায়ক হাজী মোঃ সুজাউদ্দীন সেলিম, , যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন এ আবদুল্লাহ যুবায়ের, যুগ্ম সদস্য সচিব, মেঃ আহসান উল্লাহ লিটন ও আশরাফুল ইসলাম,প্রধান সমন্বয়কারী মোঃ তৈয়ুবুর রহমান, সমন্বয়কারী মীর ফেরদৌস উল হক মিলন, উপদেষ্টা ,আম্বিয়া অন্তরা ,সহ সভাপতি আবুহেনা মোস্তফা কামাল রয়েল ,সহ সভাপতি প্রফেসর মোঃ আঃ আলীম ,সাংগঠনিক সম্পাদক সাজিদ হাসান প্রলয়,আসিফ ইকবাল সন্চয় , সাহিত্য সম্পাদক রওশন হাসান , আরিফুজ্জামান , সহ সভাপতি মোঃ মামুন রশিদ স্বরাজ ,মোঃ ওবাইদুর রহমান , মোঃ তৌহিদুর রহমান, মোঃ আমিনুল ইসলাম, সাবিহা সুলতানা,মোঃ মুক্তার হোসেন মুক্তা ,ওহিদুল ইসলাম সনি, মোঃ তোফাজ্জেল হোসেন, মোঃ রানা ,শাহীন আহম্মেদ আবতাহী আহসান ছামীন,, সুমী ,মীর ফারহানুল হক ,রামিন রাসেল ,বদরুল আলম পান্না ও অন্যান্য সদস্যবৃন্দ ।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাষ্ট্রীবোর্ডের সদস্য ড. মুন্সী মুর্তজা আলী, ইফতার কমিটির আহ্বায়ক হাজী সুজা উদ্দীন সেলিম এবং সমিতির ট্রাস্টী বোর্ডের প্রধান মোঃ আসাদুজ্জামান তাদের বক্তব্যে বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন ,করোনাকালীন সময়ে কুষ্টিয়ার প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে স্বেচ্ছাসেবক দিয়ে অক্সিজেন সিলিন্ডার ও খাদ্য পৌঁছে দেওয়া , দেশের অসহায় মানুষের পাশে থাকা , সমিতির নিজস্ব কবর স্থান ক্রয় , লাশ দেশে পাঠানো , জব সেমিনার ও জব প্রদান ইত্যাদি বিষয়ে উল্লেখ করেন এবং এ ধরনের কাজ অব্যাহত রাখতে সমিতির সদস্যদের অনুরোধ করেন ।

সমিতির সভাপতি আশরাফুল আলম সবাইকে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানান এবং এই অনুষ্ঠানটি সফল করার জন্য যারা সময় শ্রম ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন , এছাড়া সমিতির উন্নয়ণ মূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকল কুষ্টিয়াবাসীকে এক সাথে কাজ করার আহ্বান জানান ।

পরিশেষে সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে আগামী ৭ই জুলাই রবিবার গ্লেন আইল্যান্ড পার্কে বনভোজনের অগ্রীম আমন্ত্রণ জানিয়ে বক্তব্য শেষ করেন এবং দোযা মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য ইমাম ফয়সাল জালালীকে আহ্বান করেন । ইমাম সাহেব কুষ্টিয়াবাসী সহ সকলের জন্য দোয়া কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

শেয়ার করুন