নিউইয়র্ক     বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হোমকেয়ার এর সিডিপ্যাপ সার্ভিস বন্ধ হচ্ছেনা, জালিয়াতি হ্রাসের উদ্যোগ নেওয়া হচ্ছে

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ০৮:০৪ অপরাহ্ণ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ | ০৮:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
হোমকেয়ার এর সিডিপ্যাপ সার্ভিস বন্ধ হচ্ছেনা, জালিয়াতি হ্রাসের উদ্যোগ নেওয়া হচ্ছে

নিউ ইয়র্ক ষ্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ এবং মেডিকেইড এর যৌথ আপন গৃহে আত্মীয় স্বজনের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের কর্মসূচী সিডিপ্যাপ বন্ধ হচ্ছেনা। সদ্য পাওয়া নিউ ইয়র্ক ষ্টেট বাজেটে জালিয়াতি হ্রাস ও সুষ্ঠু তদারকির জন্য খুবই জনপ্রিয় সিডিপ্যাপ কর্মসূচীতে পরিবর্তন আনার প্রস্তাব পাশ হয়েছে।

মুলত; এতোদিন সমগ্র নিউ ইয়র্ক ষ্টেটে যে ৬০০ থেকে ৭০০ প্রতিষ্ঠানের মাধ্যমে সিডিপ্যাপ সেবা প্রদান করা হোক, তা কোন প্রকার টেন্ডার ছাড়াই একমাত্র ফাইনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান পিপিএল এর মাধ্যমে প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছেন গভর্নর হোকুল ও নিউ ইয়র্ক ষ্টেট এসেম্বলী স্পীকার। তবে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিউ ইয়র্ক ষ্টেট এর বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত গ্রহণের অভিযােগে মামলা দায়ের করেছে।

বাংলাদেশী আমেরিকান মালিকানাধীন হোমকেয়ার প্রতিষ্ঠানের কর্মকর্তারাও মামলা দায়েরের প্রস্তুুতি নিচ্ছেন বলে জানা গেছে। মামলা দায়ের এবং আদালত কর্তৃক ইনজাংশন জারী সম্ভব হলে আইনী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্তমান পদ্ধিতিকেই সিডিপ্যাপ সেবা প্রদান অব্যাহত থাকবে।

শেয়ার করুন