নিউইয়র্ক     রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ফেসবুক ব্যবহার ক্ষতিকর’ ধারণাটি ভুল : গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩ | ০৬:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ | ০৬:৫১ পূর্বাহ্ণ

ফলো করুন-
‘ফেসবুক ব্যবহার ক্ষতিকর’ ধারণাটি ভুল : গবেষণা

‘ফেসবুক ব্যবহার ক্ষতিকর’ ধারণাটি ভুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার বাড়ার ফলে ‘ব্যাপক মানসিক ক্ষতি’ হয়েছে, এমন কোনো প্রমাণ মেলেনি। বুধবার শেষ হওয়া এক বৈজ্ঞানিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর- এএফপি

ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ইন্টারনেট ইনস্টিটিউটের এই গবেষণায় বিশ্বের ৭২টি দেশের প্রায় ১০ লাখ মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির মানব আচরণ ও প্রযুক্তি বিষয়ের অধ্যাপক অ্যান্ড্রু প্রজিবিলস্কি জানান, গবেষণায় সর্বোত্তমভাবে ও সাবধানতার সঙ্গে তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, ‘ফেসবুক ব্যবহার ক্ষতিকর’- প্রচলিত এই ধারণাটি ভুল। কোভিড মহামারির আগে শুরু হওয়া এই প্রকল্পের গবেষকরা ফেসবুকের মূল ডেটা সুরক্ষিত করার জন্য দুই বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন।

শেয়ার করুন