নিউইয়র্ক     সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে বিভ্রাটে ‘এক্স’

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩ | ০৭:০৭ পূর্বাহ্ণ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ | ০৭:০৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিশ্বজুড়ে বিভ্রাটে ‘এক্স’

বিশ্বজুড়ে বিভ্রাটে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং এক্স প্রো। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বিশ্বব্যাপী এ বিভ্রাট দেখা দেয়। আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেকটর ডট কমের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডাউনডিটেকটর জানিয়েছে, বর্তমানে ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের কোনো পোস্ট দেখতে পারছেন না। এমনকি তারা ব্যবহার করতে গেলে তাদের একটি বার্তা দেখানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে, ওয়েলকাম টু এক্স (এক্সে স্বাগতম)।

এছাড়া এক্স প্রোতে ব্যবহারকারীদের একটি আলাদা বার্তা দেখানো হচ্ছে। তারা ‘ওয়েটিং ফর পোস্ট’ লেখা একটি পেজ দেখতে পাচ্ছেন।

ডাউনডিটেকটর ডট কম জানিয়েছে, ৪৭ হাজার মার্কিন ব্যবহারকারী এক্স ও এক্স প্রো ব্যবহারকারী এ সমস্যার মুখে পড়েছেন। ওয়েবসাইটটি ব্যবহারকারীসহ বিভিন্ন সূত্র থেকে এ তথ্য জানিয়েছে।

ব্যবহারকারীরা জানিয়েছে, বাংলাদেশেও অনেকে এ ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

চলতি বছরে একাধিকবার এ ধরনের সমস্যায় পড়েছে মাইক্রোব্লগিং এ ওয়েবসাইটটি। প্রতিবারই কয়েক ঘণ্টা সাইটের কার্যক্রম বন্ধ ছিল।

এর আগে গত ১৩ ডিসেম্বর দ্য ভার্জ জানিয়েছিল, এক্স থেকে সব ধরনের বহির্গামী লিংক কাজ করা বন্ধ করে দিয়েছে। এ সমস্যা ওই সময়ে প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়েছিল। এরপর বিষয়টি সমাধান করে মাক্রোব্লগিং এ ওয়েবসাইট। সূত্র: কালবেলা।

শেয়ার করুন