নিউইয়র্ক     সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৫ বছরে ভূমিকম্পে প্রাণ হারিয়েছে ৫ লাখ মানুষ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৪৪ অপরাহ্ণ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
২৫ বছরে ভূমিকম্পে প্রাণ হারিয়েছে ৫ লাখ মানুষ

ছবি : রয়টার্স

পৃথিবীর বিভিন্ন প্রান্তে দুই দশকে ভূমিকম্পে প্রাণ হারিয়েছে পাঁচ লাখের বেশি মানুষ। আহত হয়েছেন লাখ লাখ। আর বাস্তচ্যুত হয়েছেন কোটি কোটি মানুষ।

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে মরোক্কায় এক ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। দুইদিন পরও নিহতের সংখ্যা বেড়ে চলেছে। যা শেষ দুই দশকে ভয়াবহ প্রাণহানির ঘটনাগুলোর মধ্যে অন্যতম। এবার আরো কিছু ভূমিকম্পের তথ্য জেনে নিন-

৮ সেপ্টেম্বর ২০২৩ : ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছে দুই হাজারের বেশি মানুষ। এখনো পর্যন্ত আহত এক হাজার ৪০০ ছাড়িয়েছে।

৬ ফেব্রুয়ারি ২০২৩ : ইউরেশিয়ার দেশ তুরস্ক ও সিরিয়ার এ ভূমিকম্পে মারা যায় ২১ হাজার ৬০০ মানুষ। এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর আগে ১৯৯৯ সালে তুরস্কে আরেক ভূমিকম্পে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়।

২৫ এপ্রিল ২০১৫ : নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় ৮ হাজার ৮০০ জন।

১১ মার্চ ২০১১ : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ জাপানে সংঘটিত ভূমিকম্পের মাত্রা ছিল ৯ দশমিক শূন্য। এই দুর্যোগে প্রাণ হারায় ১৮ হাজার ৪০০ জন।

১২ জানুয়ারি ২০১০ : হাইতিতে ৭ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পে মারা যান লক্ষাধিক মানুষ। ধারণা করা হয়েছিল, এ সংখ্যা তিন লাখেরও বেশি হবে।

১২ মে ২০০৮ : চীনে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মারা যান ৮৭ হাজার ৫০০ মানুষ।

২৬ ডিসেম্বর ২০০৪ : ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ইন্দোনেশিয়ায়। এর ফলে সৃষ্ট সুনামিতে এক ডজন দেশের ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ মারা যায়। এর দুই বছর পর ২০০৬ সালের ২৭ মে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে আরো ৫ হাজার ৭০০ এর বেশি মানুষ নিহত হন।

৮ অক্টোবর ২০০৫ : কাশ্মিরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকেম্পে মৃত্যু হয় প্রায় ৮০ হাজার মানুষের।

২৬ ডিসেম্বর ২০০৩ : ইরানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারান। এছাড়া ২০০১ সালের ২৬ জানুয়ারি ভারতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারায়। সূত্র : বণিক বার্তা

শেয়ার করুন