নিউইয়র্ক     বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৫১ বাংলাদেশি

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৫৭ অপরাহ্ণ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৫১ বাংলাদেশি

লিবিয়া থেকে ১৫১ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের অনেকে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় সোমবার (৪ সেপ্টেম্বর) তারা দেশের উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অবতরণ করার কথা রয়েছে।

রওনা দেওয়ার আগে তাদের সঙ্গে বেনগাজীর বেনিনা বিমানবন্দরে সাক্ষাত করেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার। এ সময় তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাদের অবহিত করেন। বিশেষ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের অধিকার সুরক্ষা, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের ওপর প্রণোদনা এবং প্রবাসীদেরকে সার্বজনীন পেনশনের আওতায় আনার বিষয়টি তাদেরকে জানান। এ ছাড়া অবৈধ অভিবাসনের ঝুঁকি তুলে ধরে তাদেরকে এ পথ পরিহার করার উপদেশ দেন। অবৈধ অভিবাসন প্রতিরোধে সচেতনতামূলক প্রচারে অংশ নিতে তাদেরকে আহ্বান জানান রাষ্ট্রদূত।

এর আগে গত ৩১ জুলাই দূতাবাসের সহযোগিতায় লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে ১৩১ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছিল।

শেয়ার করুন