নিউইয়র্ক     রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে কোনো মূল্যে বাখমুত রক্ষা করবে ইউক্রেন : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:৪০ পূর্বাহ্ণ

ফলো করুন-
যে কোনো মূল্যে বাখমুত রক্ষা করবে ইউক্রেন : জেলেনস্কি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখলে ইউক্রেন-রাশিয়ার মধ্যে মাসব্যাপী ভয়াবহ যুদ্ধ চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এ শহর দখল করতে এসে রাশিয়াকে কঠিন মূল্য দিতে হচ্ছে। তাদের অনেক সেনা এখানে প্রাণ হারিয়েছে। রোববার রাতে এক ভিডিওবার্তায় জেলেনস্কি এ দাবি করেন। তিনি আরও বলেন, যে কোনো মূল্যেই হোক কৌশলগত এ শহরের নিয়ন্ত্রণ ইউক্রেনের সেনাদের হাতেই থাকবে। খবর রয়টার্সের।

রোববার তিনি ইতালির সংবাদমাধ্যম কোরিয়ার ডেলা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারেও একই কথা বলেন। জেলেনস্কি বলেন, রাশিয়া যেহেতু বাখমুতে আক্রমণ বাড়িয়েছে, তাই আমরাও যতক্ষণ পারি সেটিকে রক্ষা করব। এটি আমাদের দুর্গ।

তিনি আরও বলেন, রুশ গোলার আঘাতে শহরের অনেক এলাকা ধ্বংস হয়ে গেছে। দোরেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহরটিতে ৭০ হাজার মানুষের বসবাস। বর্তমানে তুমুল যুদ্ধের মধ্যেও শহরটিতে ৫ হাজার মানুষ বসবাস করছেন। উল্লেখ্য, জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে বাখমুত রক্ষায় পশ্চিমাদের কাছে জরুরিভিত্তিতে অস্ত্র ও যুদ্ধবিমান চেয়েছেন জেলেনস্কি।

শেয়ার করুন