নিউইয়র্ক     সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের আসামে ব্যাপক শিলাবৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২ | ০৪:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ | ০৪:৩১ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভারতের আসামে ব্যাপক শিলাবৃষ্টি

ভারতের আসাম রাজ্যে আজ মঙ্গলবার ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এদিন সকালে রাজ্যের উত্তর দিকে বরফ পড়ার মতো অঝোরে বৃষ্টির সঙ্গে পড়তে থাকে শিলা। রাজ্যের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, অসময়ের শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, শিলাবৃষ্টির কাারণে উজান আসামে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ হাজার ৯৪৭টি পরিবার। ৪ হাজার ৪৩৩টি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে এই দিনের শিলাবৃষ্টিতে।

রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ৩ হাজার ৫৩৯টি ত্রিপল বিতরণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা অনেকেই শিলাবৃষ্টিকে তুষারপাত বলে মনে করেছিলেন। পরে অবশ্য সবাই বুঝতে পারেন শৈলশহরের মতো বরফ নয়, শিল পড়ছে। কিছু মানুষ ব্যস্ত হয়ে পড়েন শিল পড়ার ছবি তুলতে। সূত্র : আজকের পত্রিকা

শেয়ার করুন