নিউইয়র্ক     বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যালট পেপার ছাপাতে ৭০০ টন কাগজ কিনবে ইসি

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৩০ পূর্বাহ্ণ

ফলো করুন-
ব্যালট পেপার ছাপাতে ৭০০ টন কাগজ কিনবে ইসি

ফাইল ছবি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য রাষ্ট্রায়ত্ত কর্ণফুলী পেপার মিল (কেপিএম) থেকে প্রায় ৭০০ টন কাগজ কিনবে নির্বাচন কমিশন (ইসি)। মিলের ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুজ্জামান বলেন, ‘জাতীয় নির্বাচনে ব্যালট পেপার হিসেবে ব্যবহারের জন্য ইসি মিল থেকে কাগজ সংগ্রহ করছে। ইসি ৭০০ টন কাগজ চেয়ে চিঠি পাঠিয়েছে এবং তাদের চাহিদা অনুযায়ী সময়মতো ইসিকে কাগজ দেওয়া হবে।’

নির্বাচনে ব্যালট পেপার ছাপানোর জন্য তিন রঙের কাগজ প্রয়োজন হয়। সাধারণত হলুদ, নীল ও গোলাপি রঙের কাগজ দিয়ে ব্যালট পেপার ছাপানো হয়। চলতি বছর ইসির চাহিদা অনুযায়ী রঙিন কাগজ সরবরাহ করবে কর্ণফুলী পেপার মিল।

শুধু নির্বাচন কমিশন নয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানও কেপিএম থেকে কাগজ সংগ্রহ করে থাকে। এছাড়া সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে সরবরাহ করা পাঠ্যবইয়ে কেপিএমের কাগজ ব্যবহার করছে। কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও কেপিএম ৭৫ বছর ধরে বিভিন্ন সংস্থাকে উচ্চমানের কাগজ সরবরাহ করে আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সূত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন