নিউইয়র্ক     শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে মাথাপিছু আয় ২৮ ডলার কমে হলো ২ হাজার ৭৬৫ ডলার

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৩ | ১২:১৩ পূর্বাহ্ণ | আপডেট: ২০ মে ২০২৩ | ১২:১৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশে মাথাপিছু আয় ২৮ ডলার কমে হলো ২ হাজার ৭৬৫ ডলার

বাংলাদেশে সাময়িক হিসেবে গত অর্থবছরের চেয়ে চলতি ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় ২৮ ডলার কমেছে । অন্যদিকে মাথাপিছু জিডিপি কমেছে ৩০ ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত মঙ্গলবার (১৬ ই মে) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাময়িক তথ্য প্রকাশ করেছে বিবিএস। এতে দেখা যায়, চলতি অর্থবছরে মাথাপিছু আয় গত অর্থবছরের চেয়ে কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৫ ডলার। চূড়ান্ত হিসাবে ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার। অন্যদিকে ২০২১- ২২ অর্থবছরে মাথাপিছু জিডিপি ছিলো ২ হাজার ৬৮৭ ডলার। সেটা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৭ ডলার।

বিবিএস প্রকাশিত তথ্য অনুযায়ী গত ৪ অর্থবছরের মধ্যে এবারই প্রথমবার মাথাপিছু আয় কিছুটা কমেছে। এর আগে প্রত্যেক অর্থবছরে আগের অর্থবছরের চেয়ে বেড়েছিলো। ২০১৮-১৯ অর্থবছরে ছিল ২ হাজার ২০৯ ডলার। ২০১৯-২০ অর্থবছরে যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩২৬ ডলার। ২০২০-২১ অর্থবছরে রেকর্ড ২ হাজার ৫৯১ ডলার ছিলো মাথাপিছু আয়। সেখান থেকে ২০২১-২২ অর্থবছরে দেশে মাথাপিছু আয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৭৯৩ ডলার। বিবিএস সূত্রে জানা গেছে, জনসংখ্যা বাড়ায় এবং ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় মাথাপিছু আয় কিছুটা কমেছে। বিবিএসের তথ্য অনুযায়ি, নতুন জনশুমারিতে দেশের জনসংখ্যা বেড়েছে এবং সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণেই মাথাপিছু আয় কিছুটা কমেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, ডলারের হিসাবে মাথাপিছু আয় কমলেও টাকায় তা ২৯ হাজার ৩৬৭ টাকা বেড়ে ২ লাখ ৭০ হাজার ৪১৪ টাকা হয়েছে (প্রতি ডলার ৯৭ দশমিক ৮১ টাকা ধরে) । গত ২০২১-২২ অর্থবছরের চূড়ান্ত হিসাবে (প্রতি ডলার ৮৬ দশমিক ৩০ টাকা ধরে) টাকার অংকে মাথাপিছু আয় ছিল ২ লাখ ৪১ হাজার ৪৭ টাকা । এদিকে সাময়িক হিসেবে গত অর্থবছরের চেয়ে জিডিপি প্রবৃদ্ধিও কমেছে। গত অর্থবছরের চেয়ে ১ দশমিক শুন্য ৭ শতাংশ কমে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক শুন্য ৩ শতাংশ। আগের অর্থবছরে যা ছিলো ৭ দশমিক ১০ শতাংশ। চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সরকার ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়।

এর আগে গত ১১ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম জানান, ডলারের দর বৃদ্ধির কারণে মাথাপিছু আয় কমে গেছে একই সঙ্গে জিডিপি প্রবৃদ্ধি কমে হয়েছে ৬ দশমিক শুন্য ৩ শতাংশ। মাথাপিছু কমে ২ হাজার ৮০০ ডলারের নিচে হওয়ার আভাস দিয়েছিলেন তিনি। তখন তিনি বলেছিলেন এটা সাময়িক হিসাব। বছর শেষে এটা পরিবর্তন হতে পারে। বিবিএস এর ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরের জিডিপির প্রাথমিক হিসাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সুত্র সময়ের আলো

সাথী/পরিচয়

শেয়ার করুন