নিউইয়র্ক     শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে ৩ বিলিয়ন ডলার ঋণ দেবে কোরিয়া

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৩ | ১১:৫১ অপরাহ্ণ | আপডেট: ০৫ মে ২০২৩ | ১১:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশকে ৩ বিলিয়ন ডলার ঋণ দেবে কোরিয়া

বাংলাদেশকে ৩ বিলিয়ন ডলারের ঋণ দেবে দক্ষিণ কোরিয়ার ইকোনোমিক ডেভেলপমেন্ট কো অপারেশন ফান্ড (ইডিসিএফ)। বুধবার (৪ মে) এ সংক্রান্ত একটি ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টে সই করেছে দু দেশ। ২০২৩ সাল থেকে ২০২৭ সালে এই ঋণ দেবে দেশটি।

দক্ষিণ কোরিয়ার ইনসিওনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ৫৬তম বার্ষিক সাধারণ সভার প্রাক্কালে এক বৈঠকে এই ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টে সই করে দু দেশ। নিজ নিজ দেশের পক্ষে সই করেন ইডিসিএফ-এর ভাইর চেয়ার কিসুন বাং ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান।

এই ঋণ পরিশোদের জন্য ৪০ বছর সময় পাবে বাংলাদেশ। থাকছে ১৫ বছরের গ্রেস পিরিয়ডও। বার্ষিক সুদের পরিমাণ ০.০১ শতাংশ থেকে ০.০৫ শতাংশ। সুত্র বণিকবার্তা

সাথী / পরিচয়

শেয়ার করুন