নিউইয়র্ক     সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞার সুযোগে চীনে তেল রপ্তানি বাড়িয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ | ০৯:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ | ০৯:৫০ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিষেধাজ্ঞার সুযোগে চীনে তেল রপ্তানি বাড়িয়েছে ইরান

মার্কিন নিষেধাজ্ঞা এবং ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে গেলো কয়েক বছরে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করেছে ইরান। গেলো তিন বছরে চীনে ইরানের তেল রপ্তানি বেড়ে তিন গুণ হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা ‘কেপলার’। খবর তেহরান টাইমসের।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে চীনে দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে ইরান। তিন বছর আগে যা ছিল মাত্র তিন লাখ ২৪ হাজার ব্যারেল।

কেপলারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর ২০১৯ সালে চীনে ইরানের তেল রপ্তানি ব্যাপক হ্রাস পায়। দৈনিক তেল রপ্তানি সাত লাখ ৪৬ হাজার ব্যারেল থেকে কমে তিন লাখ ২৪ হাজার ব্যারেলে পৌঁছায়। এরপর ২০২১ সাল থেকে তেল রপ্তানি বাড়তে শুরু করে এবং এখনও এই ধারা অব্যাহত রয়েছে।

সংস্থাটির বলছে, দুই দেশের মধ্যে ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি সই এবং সাইয়্যেদ ইব্রাহিম রাইসি সরকার ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে ইরানের সম্পর্ক আরও জোরদার হয়েছে। এছাড়া ইরান গত কয়েক বছর তেল উত্তোলন বাড়াতে সক্ষম হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন