নিউইয়র্ক     সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধ্বংসস্তূপের নিচ থেকে সোশ্যাল মিডিয়ায় সাহায্য চাচ্ছেন মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:০৮ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:১০ পূর্বাহ্ণ

ফলো করুন-
ধ্বংসস্তূপের নিচ থেকে সোশ্যাল মিডিয়ায় সাহায্য চাচ্ছেন মানুষ

তুরস্কে হাতায় প্রদেশের বাসিন্দারা বলছেন, সেখানে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। কিন্তু তাদের উদ্ধার করতে তেমন কেউ এগিয়ে আসছে না।

তুরস্কে হাতায় প্রদেশের বাসিন্দারা বলছেন, সেখানে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। কিন্তু তাদের উদ্ধার করতে তেমন কেউ এগিয়ে আসছে না।

বিধ্বংসী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু মানুষ। ক্ষতিগ্রস্ত ভবনের নিচে আটকে পড়া মানুষ সাহায্যের আকুতি জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। জরুরি সেবা নম্বরে এত বেশি সাহায্যের আবেদন আসছে যে পুরো ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার উপক্রম হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়েতের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ–পূর্বাঞ্চলীয় প্রদেশ আদিয়ামানের এক ব্যক্তি ধ্বংসস্তূপের নিচ থেকে টুইটারে ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তিনি তাঁর অবস্থান জানিয়েছেন। ওই ব্যক্তি ভিডিওতে সবার দোয়া চেয়ে বলেছেন, ‘আমি এখান থেকে বের হতে পারছি না। আমাকে সাহায্য করুন।’

আঙ্কাতিয়া রাজ্যের এক ব্যক্তি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। শোয়ার ঘর থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি মোবাইল ফোনে চিৎকার করে মায়ের খোঁজ করছেন। তিনি জানতে চাচ্ছেন তাঁর মা বেঁচে আছেন কি না। মা তাঁর পাশেরই ঘরেই ঘুমিয়ে ছিলেন।

বিভিন্ন ভবনের নিচে আটকে পড়া বহু মানুষ তাঁদের ভয়ংকর অবস্থার বর্ণনা দিয়ে টুইট করেছেন। তাঁরা আকুল হয়ে সাহায্যের আবেদন করছেন।

পুলিশ জানিয়েছে, তাদের সাইবার বাহিনী এসব ভিডিও এবং সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে সেসব মানুষের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে। শনাক্ত করার সঙ্গে সঙ্গে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।সূত্র : আজকের পত্রিকা

শেয়ার করুন