নিউইয়র্ক     শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে সুনাকের স্ত্রীর সম্পদ কমলো ৬ কোটি ডলারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩ | ০১:০৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ | ০১:০৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
একদিনে সুনাকের স্ত্রীর সম্পদ কমলো ৬ কোটি ডলারের বেশি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তি। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তির সম্পদ একদিনে প্রায় ৪ কোটি ৯০ লাখ পাউন্ড বা ৬ কোটি ১০ লাখ ডলার কমে গেছে। সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর ইনফোসিস লিমিটেডের শেয়ারের দরপতন হওয়ায় তার স্ত্রীর সম্পদের এ ক্ষতি হলো।

ইকোনমিক টাইমস ব্লুমবার্গের এক প্রতিবেদন উদ্ধৃত করে বলেছে, ভারতীয় সফটওয়্যার কোম্পানি ইনফোসিসের শূন্য দশমিক ৯৪ শতাংশ শেয়ারের মালিক অক্ষতা মূর্তি। এই শেয়ার তিনি উপহার হিসেবে পেয়েছেন তার পিতা ও কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কাছ থেকে।

ভারতীয় প্রযুক্তি খাত সম্পর্কে নেতিবাচক পূর্বাভাস আসার পর গতকাল সোমবার এই কোম্পানির শেয়ারের দরপতন হয়। এতে শেয়ারবাজারের দালালেরা বেশ কয়েকবার ইনফোসিসের শেয়ারের দাম কমিয়ে ধরেন। ফলে দিনের শেষে শেয়ারের দাম ৯ দশমিক ৪ শতাংশ কমে যায়, যা ২০২০ সালের মার্চ মাসের পর সবচেয়ে বড় পতন। অবশ্য সুনাক পরিবারের সম্পদের এই ক্ষতি হয়েছে কেবল কাগজে-কলমে। অক্ষতা মূর্তির সম্পদের মোট মূল্য এখনো ৪৫ কোটি পাউন্ডের বেশি। সূত্র : দৈনিক কালবেলা

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন