নিউইয়র্ক     সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের ইরানবিরোধী কর্মকাণ্ডের দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৩ | ০২:৫৯ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ মে ২০২৩ | ০২:৫৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইসরায়েলের ইরানবিরোধী কর্মকাণ্ডের দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি

ইরানের পরমাণু স্থাপনা ও সেখানে কর্মরত বিজ্ঞানীদের বিরুদ্ধে ইসরায়েলের যেকোনো ধরনের সন্ত্রাসী তৎপরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী থাকতে হবে বলে হুঁশিয়ার করেছে ইরান।

দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি শুক্রবার এক টুইটে এ মন্তব্য করেন।

এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন, ইরানের পরমাণু অস্ত্র অর্জনের প্রচেষ্টাকে বাধা দিতে ইসরায়েল যেকোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে স্বাধীন এবং সে ধরনের পদক্ষেপ নিলে ইসরায়েলের পাশে থাকবে ওয়াশিংটন।

সুলিভানের ওই মন্তব্যের জবাবেই যুক্তরাষ্ট্রকে দায়ী থাকতে হবে বলে মন্তব্য করলেন শামখানি।

শামখানি টুইটে আরও লিখেছেন, ইরান পাল্টা যে ব্যবস্থা নেবে তার দায়ভারও ওয়াশিংটনকে বহন করতে হবে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দাবি তেহরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায়।

ইরানের দাবি, ইসরায়েল এখন পর্যন্ত সাতজন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনার বিরুদ্ধে তেল আবিব বেশ কয়েকবার নাশকতামূলক তৎপরতা চালিয়েছে বলেও অভিযোগ ইরানের।

এরআগে রানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসিও বলেছেন, ইসরায়েল হামলার মতো কোনো ভুল করে বসলে তেহরানের পাল্টা হামলার প্রথম মুহূর্তেই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে।- সূত্র : পার্স টুডে।

নাছরিন/পরিচয়

শেয়ার করুন